Panchayat Election 2023 : ভোট প্রচারের স্বার্থে গাছে কোপ! ‘যত্ন নিন’, আবেদন গ্রামবাসীদের – purba medinipur villagers requested to save trees election 23


Panchayat Election in West Bengal : ‘পরিবেশ সুস্থ থাকলে মানব সমাজ সুস্থ ও সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবে। তাই সুস্থ পরিবেশ গড়ে তুলতে আমাদের সকলকে গাছের যত্ন নিতে হবে। গাছে কোনও আঘাত করবেন না। গাছের যত্ন নিন’, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এমনই আবেদন করছেন পূর্ব মেদিনীপুর জেলার নাগরিকরা। এই আহ্বান জানানো হয়েছে বিশেষত রাজনৈতিক দলগুলির প্রতি। কারণ ভোটের আগে অনেক রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে গাছের মধ্যে পেরেক পুঁতে পতাকা, ব্যানার ফেস্টুন টাঙাতে। এই বিষয়ে এক সাধারণ নাগরিক বলেছেন, ‘গাছেদেরও প্রাণ আছে। একথা প্রমাণ করেছিলেন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু।

West Bengal Panchayat Election 2023 : গ্রাম দখলের লড়াই জারি চাঁচলে, রাতের অন্ধকারে BJP-র পোস্টার ছেঁড়ার অভিযোগ
গাছ আমাদের কত উপকার করে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু নির্বাচন এলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো গাছে পেরেক পুঁতে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা লাগায়। ফলে একদিকে যেমন গাছের ক্ষতি হয়, অপরদিকে দৃশ্য দূষণ ঘটে। তাই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ অনুরোধ আপনারা গাছে পেরেক পুঁতে নিজের এবং মনুষ্য সমাজের বিপদ ডেকে আনবেন না’।

Kurmi Protest : তৃণমূলের ‘পথের কাটা’ কুড়মিরা! ভোটের আগেই পুরুলিয়ায় দুই আসনে জয় সমর্থিত নির্দলদের
তবে উল্লেখ্য, সব জায়গায় রাজনৈতিক নেতাকর্মীরা পেরেক পুঁতে পতাকা লাগিয়েছেন এমন নয়, কোথায় কোথাও দড়ি দিয়েও পতাকা লাগিয়েছেন। এটাকে একেবারে শুভ উদ্যোগ বলে জানিয়েছেন পরিবেশপ্রেমী নাগরিকরা। যদিও আরেক নাগরিক বলেছেন, ‘কোনও প্রকার বিতর্ক সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়।

Panchayat Nirbachan Violence : হাসনাবাদে তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে CPIM কর্মীদের মারধর! জখম ৩
আমরা কোনও রাজনৈতিক দলকে আঘাত করে কথাগুলো বলছি না। আমরা চাইছি গাছ ভালো থাকুক, পরিবেশ ভাল থাকুক, মনুষ্য সমাজ ভালো থাকুক। আশা করি বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের আবেদন অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবে’।

Panchayat Election 2023 : দেদার বিকোচ্ছে লালঝান্ডা, পতাকা বিক্রিতে TMC-কে টেক্কা CPIM-এর
গাছকে রক্ষা করা, সমাজকে সুস্থ রাখতে এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত কি না তা জানতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলা হয়। সবাই একবাক্যে স্বীকার করেছেন গাছের ক্ষতি করে যাতে রাজনৈতিক প্রচার না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। শুধু যে রাজনৈতিক দল গাছে পেরেক পুঁতে গাছকে নষ্ট করছে তা নয়।

WB Panchayat Election : ‘এত গরম জীবনে দেখি নাই…’, পঞ্চায়েতে অশান্তির ‘উত্তাপ’ দমনে শান্তির সুর বাঁধলেন লোকশিল্পী
বর্তমান সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনের জন্য গাছ ব্যবহার করছে। অনেকের মতে, সারাবছর কমবেশি ব্যবহার হলের ভোটের সময় পরিমানটা বেড়ে যায়। তাই সমাজের সর্বস্তরের মানুষের কাছে পরিবেশপ্রেমীরা আবেদন জানাচ্ছেন, যতটা সম্ভব গাছে পেরেক পোঁতা থেকে বিরত থাকুন।

West Bengal Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ, বাঁকুড়ায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে
সুস্থ সমাজ গড়তে গাছের যত্ন নেওয়া সকলের দরকার, সুস্থ, সুন্দর সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। এই বিষয়ে এক তৃণমূল নেতা বলেছেন, ‘প্রচারের সময় অনেক সময় সব কিছু মনে রাখা সম্ভব হয়না। কিন্তু ভোট মিটে গেলে সমস্ত পতাকা, ফেস্টুন খোলা ও পেরেক গুলি তুলে নেওয়ার ব্যবস্থা করব’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *