Road Accident : বন্ধুর সঙ্গে পাওনা টাকা নিয়ে বিবাদের পরেই দুর্ঘটনা! – youth died in an accident after a dispute with a friend over money owed


এই সময়, কান্দি: পাওনা টাকা নিয়ে দুই বন্ধুর বিবাদ চলছিল কয়েক মাস ধরেই। সোমবার রাতে বাইক দুর্ঘটনায় তাঁদের একজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি। কান্দি থানার বহরা রুদ্রবাটি গ্রামে রাজেশ মণ্ডল (২৬)-এর মৃত্যুকে অবশ্য সামান্য দুর্ঘটনা বলে মানতে রাজি নয় পরিবার। পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে রাজেশকে খুন করা হয়েছে বলে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ।

Panchayat Nirbachan in West Bengal: BJP বিধায়কের পরিবারের সদস্যদের মারধর-বোমাবাজির অভিযোগ, তুমুল উত্তেজনা রানাঘাটে
আহত দীপ ঘোষ অবশ্য জানিয়েছেন, রাত দুটো নাগাদ কান্দি বাইপাশের রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন দু’জনে। দ্রুতগামী লরির ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা। কান্দি হাসপাতালে রাজেশের মৃত্যু হয়। মৃতের আত্মীয় লক্ষ্মণ মণ্ডল বলেন, ‘রাজেশ দুবাই থেকে ওর বন্ধু দীপের অ্যাকাউন্টে টাকা পাঠাত। কিন্তু দীপ ৩ লক্ষ টাকা নিজের কাছেই রেখে দিয়েছিল। রাজেশ দুবাই থেকে ফিরলে সেই টাকা নিয়ে ওদের মধ্যে বিবাদ বাধে। দীপ টাকা দেবে বলে রাজেশকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপরেই এই ঘটনা। আমরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছি।’

Dacoity at Purba Medinipur : দিনেদুপুরে সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতি, পিস্তল দেখিয়ে লুঠ কয়েক লাখ টাকা
অভাবের সংসারে দুটো রোজগারের আসায় দুবাইয়ে শ্রমিকের কাজে গিয়েছিলেন কান্দি থানার বহরা রুদ্রবাটি গ্রামের রাজেশ। সংসার চালানোর জন্য বাড়িতে প্রতি মাসে দুবাই থেকে বন্ধু দীপ ঘোষের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন তিনি। বন্ধু দীপ সেই টাকা রাজেশের পরিবারের হাতে তুলে দিতেন। অভিযোগ, ব্যক্তিগত প্রয়োজনে প্রায় ৩ লক্ষ টাকা নিজের কাছে রেখে দিয়েছিলেন দীপ।

BSF : সিগারেট খাওয়া নিয়ে ঝামেলা, খুন প্রাক্তন বিএসএফ জওয়ান
এই নিয়ে দু’জনের মধ্যে গন্ডগোল হয়। গত ৩ জুন দুবাই থেকে বাড়ি ফেরেন রাজেশ। সোমবার রাতে টাকা দেওয়ার জন্য দীপ, রাজেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক রাত পর্যন্ত বাড়ি না-ফেরায় রাজেশকে ফোন করেন তাঁর মা, ভাই। একাধিক বার ফোন করা হলেও ফোন তোলেনি। ভোর রাতে কান্দি থানা থেকে ফোন করে জানানো হয়, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে রাজেশ।

Acid Attack on Woman : মহিলার উপর অ্যাসিড হামলা মেদিনীপুরে, হাসপাতালে আক্রান্তের সঙ্গে দেখা করলেন মন্ত্রী
তড়িঘড়ি পরিবারের লোকেরা কান্দি মহকুমা হাসপাতালে এসে দেখেন, মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের অভিযোগ, রাজেশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দীপ ঘোষই খুন করেছে তাঁকে। রাজেশের ভাই ছোট্টু মণ্ডল বলেন, ‘দাদা ওর বন্ধু দীপের কাছে ৩ লক্ষ টাকা পেত। সেই টাকা ফেরত দেওয়ার নাম করে দাদাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। আমি চাই, পুলিশ তদন্ত করে দীপ ঘোষকে গ্রেপ্তার করুক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *