Saayoni Ghosh News : নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী সায়নী ঘোষকে তলব ED-র – saayoni ghosh tmc leader and actress summon by ed in recruitment scam case


এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে তলব করল ED। জানা গিয়েছে, শুক্রবার তাঁকে কলকাতায় ED-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ED সূত্রে খবর, হুগলির বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি প্রসঙ্গে তদন্তে নেমে গোয়েন্দাদের হাতে আসে সায়নীর নাম। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। যদিও সায়নীকে ভোটের আগে তলব নিয়ে সরব তৃণমূল। কেন ভোটের আগে সায়নীকে তলব করা হল? উদ্দেশ্যটা কী? এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sonali Guha : ‘অভিষেককে ED-CBI গ্রেফতার করতে পারবে না, কারণ…’, ফের বিস্ফোরক সোনালি
উল্লেখ্য, কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের একাধিক ছবি সামনে এসেছিল। তিনি কি কুন্তল ঘোষকে চেনেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সায়নী ঘোষ বলেন, “আমি কুন্তল ঘোষকে চিনি না এমনটা কখনই বলব না। আমাদের একাধিক ছবিতে দেখা গিয়েছে সেই বিষয়টিও জানি। আমরা প্রতিদিন কাজের সূত্রে একাধিক জায়গায় যাই। আমাদের অনেকের সঙ্গে দেখা হয়। অনেকে আমাদের সঙ্গে এসে ছবি তোলেন। সকলকে চেনা তো সম্ভব নয়। তবে আমি কুন্তলকে চিনি। ও যুব দলে রয়েছে।”

এরপর অবশ্য গঙ্গা দিয়ে একাধিক জল বয়ে গিয়েছে। কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Kalighater Kaku : স্ত্রীর আকস্মিক মৃত্যু! প্যারোলে মুক্তি পাচ্ছেন ‘কালীঘাটের কাকু’
উল্লেখ্য, এর আগে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি ED-কে চিঠি দিয়ে জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের কারণে তিনি ব্যস্ত। ফলে এখনই হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

Saayoni Ghosh: LSD বিতর্ক! বিস্ফোরক সায়নী-সোহম

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে। কুন্তল ঘোষের দেওয়া টাকায় কি গাড়ি কিনেছিলেন বনি? সেই নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। বনির তরফে অবশ্য দাবি করা হয়েছিল, তিনি কুন্তল ঘোষের জন্য বিভিন্ন অনুষ্ঠান করেছিলেন। তারই পারিশ্রমিক বাবদ কিছু টাকা গাড়ি কেনার জন্য দিয়েছিলেন কুন্তল।

Kalighater Kaku : ২ হিসাবরক্ষককে তলব ED-র! আরও চাপে ‘কালীঘাটের কাকু’?
তবে এর কোনও লিখিত চুক্তি ছিল না এবং তা নিয়ে আপসোস করতে দেখা গিয়েছিল অভিনেতার মাকেও। পরে অবশ্য টাকা ফেরত দিয়েছিলেন অভিনেতা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। গত বছর এই মামলায় গ্রেফতার হন রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *