WB Panchayat Nisith Pramanik: ‘গীতালদহের মৃত তৃণমূল কর্মী আসলে বাংলাদেশি, আন্তর্জাতিক অপরাধী…!’ সাংবাদিক বৈঠকে আক্রমণ নিশীথ প্রমাণিকের – nisith pramanik accused that dead tmc worker was international wanted criminal election23


মনোনয়ন উত্তর পর্বে উত্তপ্ত কোচবিহার। দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রামে গুলিতে খুন হওয়া তৃণমূল কর্মীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। বুধবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, ‘মৃত কর্মী একজন আন্তর্জাতিক অপরাধী।’

বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর দাবি নিশীথ প্রামাণিকের। তিনি বলেন, ‘মঙ্গলবার গুলিতে মৃত ব্যক্তি চোরাচালানের সঙ্গে যুক্ত। ভারতের পাশাপাশি বাংলাদেশের সরকারি পরিচয়পত্র আছে তার। তৃনমূলের মদতে তারা নাশকতা মূলক কাজকর্ম চালায়।’

Coochbehar Panchayat Election : মমতার সভার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কোচবিহারে গুলি, নিহত তৃণমূল কর্মী

মৃতের পরিচয়পত্র বলে একটি কাগজ দেখিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, ‘মঙ্গলবার যে মারা গিয়েছে ভারতীয় আধার কার্ড অনুযায়ী তার নাম বাবু রহমান। তার বাংলাদেশের ভোটার কার্ড অনুযায়ী তার নাম মহঃ আব্দুর রহমান। তার বাবা ও স্ত্রী বাংলাদেশের নাগরিক। সে একাধিকবার রাজ্য পুলিশ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী হাতে গ্রেফতার হয়েছে। তার নামে এদেশে বহু মামলা রয়েছে। তৃনমুল কংগ্রেস এমন একজন অপরাধীকে তৃনমূল কর্মী বলছে। তৃনমুল কর্মী কাকে কি বলতে পারে সেটা সারা বাংলার মানুষ জানে। কিন্তু কোচবিহারের পুলিশ সুপারও যদি এমন একজন আন্তর্জাতিক অপরাধীকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে তাহলে পুলিশ সুপারকে ছেড়ে কথা বলা হবে না।’

West Bengal Panchayat Election : দিনহাটায় ভোররাতে গুলিতে নিহত TMC কর্মী, তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের

এখানেই শেষ নয়, গীতালদহে ব্যক্তির মৃত্যুকে গ্যাংওয়ার বলছেন নিশীথ প্রামাণিক। নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটিতেই মৃত্যু বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। তিনি বলেন, ‘এধরনের একটি গ্যাংওয়ারকে কেন্দ্র করে যদি বিজেপি কর্মীদের নামে মিথ্যে মামলা দেওয়া হয় তাহলে পুলিশকে ছেড়ে কথা বলা হবে না।’ পাশাপাশি এদিন তিনি একটি ভিডিয়ো দেখান, যেখানে দেখা যাচ্ছে একজনকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাচ্ছে। গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে পালটা আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের আগে পদত্যাগ করা উচিত। কারণ- বি এস এফ থাকা সত্ত্বেও কিভাবে অপরাধীরা এদেশে আশ্রয় নিয়েছে তা দেখা উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *