WB Panchayat Vote 2023: পেট চালাতে হয় তাই, তৃণমূল প্রার্থী বিক্রি করছেন সিপিএম-বিজেপির পতাকা – west bengal panchayat tmc candidate selling cpim bjp flag with his own party election23


পঞ্চায়েত ভোটের আর হাতে গোণা কটা দিন বাকি এই সময় রাজনৈতিক দলগুলো প্রচারে ব্যস্ত। বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায় ভরেছে পথঘাট। এখন গ্রাম দখলের লড়াই। গ্রামের সরকার তৈরীর প্রতিদ্বন্দ্বিতা।কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।যার ফলে সংঘর্ষ রক্তপাতের ঘটনাও ঘটছে। তবে হুগলির পান্ডুয়ায় বৈঁচীতে অবশ্য ছবিটা একটু আলাদা। পেটের দায়ে জোড়াফুল থেকে গেরুয়া শিবিরের সহাবস্থান। একইসঙ্গে পান্ডুয়ায় তৃণমূল প্রার্থীর আদর্শের কথা শুনে কুর্নিশ রাজনৈতিক মহলের।

Panchayat Election 2023 : দেদার বিকোচ্ছে লালঝান্ডা, পতাকা বিক্রিতে TMC-কে টেক্কা CPIM-এর

বাটিকা বৈঁচী গ্রাম পঞ্চায়েতের গ্রামসভার তৃণমূলপ্রার্থী হয়েছেন দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুয়া।বৈঁচী রেলগেট সংলগ্ন বৈঁচী কালনা রাস্তার ধারে তাঁর স্টেশনারি দোকান।সেই দোকানে বিক্রি করেন রাজনৈতিক দলের পতাকা।তৃণমূল, বিজেপি, সিপিএম সব দলের পতাকা টাঙানো রয়েছে দোকানে। অনেকেই আসছেন, পতাকা কিনছেন। ভোটের আগে প্রচারের জন্য বেড়েছে বরাত, বেড়েছে ব্যস্ততাও। দীপ্তেন্দু তৃণমূল সমর্থক, কিন্তু তা সত্ত্বেও তার দোকান থেকে বিজেপি সিপিএম পতাকা কিনতে কোনো সমস্যা নেই বলছেন স্থানীয় রাম বাম নেতৃত্ব।তাদের কথায়, রাজনীতি রাজনীতির জায়গায়, ক্রেতা ব্যবসায়ীর সম্পর্ক অন্য জায়গায়।

WB Panchayat Election : দেওয়াল দখলে এগিয়ে নির্দল! প্রার্থী অপছন্দ হওয়ায় তৃণমূলের একাংশের প্রচ্ছন্ন মদত? গুঞ্জন হুগলিতে

দীপ্তেন্দু জানান, দোকান চালিয়ে তার পেট চলে। তাই দোকানে তৃণমূল,সিপিএম, বিজেপির কোনও তফাত নেই।ভোটের ময়দান আলাদা, সেখানে নীতির লড়াই।আর দোকান হল পেটের লড়াই।আসলে এখানে হানাহানি মারামারি বদলে আছে বন্ধুত্বপূর্ণ সহবস্থান।আর পঞ্চায়েত ভোটের আগে তাই তৃণমূলপ্রার্থীর দোকান থেকে পতাকা কিনতে সমস্যা নেই বিজেপি সিপিএম এর।আবার নিজে তৃণমূলহয়ে বিরোধীদের পতাকা বিক্রি করতে অসুবিধা নেই বাবুয়ার।তিনি বলেন,সব দলের পতাকা বিক্রি হচ্ছে।তবে তৃণমূলের পতাকার চাহিদা একটু বেশি। পান্ডুয়ায় প্রার্থী তৃণমূলের সঙ্গে বিজেপি সিপিএম এর পতাকাও বিক্রি করেন,রাজনীতি মানে ব্যাক্তি লড়াই নয় বলছে সিপিএম,বিজেপির দাবী সবার সঙ্গে সুসম্পর্কের।

Sitaram Yechury : তৃণমূলের বিরুদ্ধে কড়া ইয়েচুরিও

পঞ্চায়েত ভোটের আর কটা দিন বাকি এই সময় রাজনৈতিক দলগুলো প্রচারে ব্যস্ত।বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায় ভরেছে পথঘাট।এখন গ্রাম দখলের লড়াই।গ্রামের সরকার তৈরীর প্রতিদ্বন্দ্বীতা।কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।যার ফলে সংঘর্ষ রক্তপাতের ঘটনাও ঘটছে।তবে পান্ডুয়ায় বৈঁচীতে অবশ্য ছবিটা একটু আলাদা।বাটিকা বৈঁচী গ্রাম পঞ্চায়েতের গ্রামসভার তৃণমূল প্রার্থী হয়েছেন দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুয়া।বৈঁচী রেলগেট সংলগ্ন বৈঁচী কালনা রাস্তার ধারে তার স্টেশনারি দোকান।সেই দোকানে বিক্রি করেন রাজনৈতিক দলের পতাকা।

Panchayat Election 2023 : শক্তিবৃদ্ধি? বহু জেলায় পদ্মের থেকে বেশি প্রার্থী বামের

তৃণমূল, বিজেপি সিপিএম সব দলের পতাকা পাশাপাশি টাঙানো রয়েছে দোকানে।অনেকেই আসছেন পতাকা কিনছেন। দীপ্তেন্দু তৃণমূল হলেও তার দোকান থেকে বিজেপি সিপিএম-এর পতাকা কিনতে কোনও সমস্যা নেই বলছেন স্থানীয় রাম বাম নেতৃত্ব।তাদের কথায়, রাজনীতি রাজনীতির জায়গায় ক্রেতা ব্যবসায়ীর সম্পর্ক অন্য জায়গায়। দীপ্তেন্দু জানান, ‘দোকান চালিয়ে তার পেট চলে, তাই দোকানে তৃণমূল , সিপিএম ও বিজেপির কোনও তফাত নেই।ভোটের ময়দান আলাদা, সেখানে নীতির লড়াই।আর দোকান হল পেটের লড়াই।আসলে এখানে হানাহানি মারামারি বদলে আছে বন্ধুত্বপূর্ণ সহবস্থান।আর পঞ্চায়েত ভোটের আগে তাই তৃণমূল প্রার্থীর দোকান থেকে পতাকা কিনতে সমস্যা নেই বিজেপি সিপিএম এর।আবার নিজে তৃণমূল হয়ে বিরোধীদের পতাকা বিক্রি করতে অসুবিধা নেই বাবুয়ার। তিনি বলেন,সব দলের পতাকা বিক্রি হচ্ছে।তবে তৃণমূলের একটু বেশি।

West Bengal Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ, বাঁকুড়ায় শাসক-বিরোধী তরজা তুঙ্গে

বিজেপির দেবপ্রসাদ চক্রবর্তী বলেন, রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলি না। দীপ্তেন্দু তৃণমূল করলেও তার দোকান থেকে পতাকা কিনি, কারণ এটা ওর ব্যবসা।তার থেকে বড় হল পান্ডুয়া একটা সৌভ্রাতৃত্বের পরিবেশ আছে।বিজেপি বেশির ভাগ পতাকা কলকাতা থেকে আনে।

Panchayat Poll 2023 : রুজিরুটির সওয়াল! তৃণমূল-বিজেপি প্রার্থীদেরও দেওয়াল এঁকে দিচ্ছেন সিপিএম প্রার্থী

সিপিএমের প্রদীপ সাহা বলেন,’তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি একজন ব্যবসাদার তার দোকানে তিনি কি জিনিস বিক্রি করবেন সেটা তার ব্যাক্তিগত ব্যাপার।আমরা ক্ষমতায় থাকাকালীন পান্ডুয়ায় গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার চেষ্টা করেছি। কারণ রাজনৈতিক লড়াই হবে নীতি এবং আদর্শের।সেখানে ব্যক্তিগত কুৎসার কোন জায়গা নেই।’

Panchayat Election 2023 : ভোট প্রচারের স্বার্থে গাছে কোপ! ‘যত্ন নিন’, আবেদন গ্রামবাসীদের

বিজেপির দেবপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলি না। দীপ্তেন্দু তৃণমূল করলেও তার দোকান থেকে পতাকা কিনি, কারণ এটা ওর ব্যবসা।তার থেকে বড় হল পান্ডুয়া একটা সৌভ্রাতৃত্বের পরিবেশ আছে। যদিও বিজেপি বেশির ভাগ পতাকা কলকাতা থেকে আনে।’

West Bengal Election 2023 : ৮০ বছরেও রামচন্দ্র জনস্বার্থে বামপ্রার্থী

সিপিএমের প্রদীপ সাহা বলেন,’তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি একজন ব্যবসাদার। তাঁর দোকানে তিনি কি জিনিস বিক্রি করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার।আমরা ক্ষমতায় থাকাকালীন পান্ডুয়ায় গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার চেষ্টা করেছি। কারণ রাজনৈতিক লড়াই হবে নীতি এবং আদর্শের।সেখানে ব্যক্তিগত কুৎসার কোন জায়গা নেই।ট



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *