‘আমাদের ভুল থাকলে ক্ষমা করে দিন…’, ভাঙড়ে অকপট আরাবুল পুত্র


Panchayat Nirbachan : বাবার দেখানো পথে হাঁটছেন ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলামের উত্তরসূরি হাকীমুল ইসলাম। চলতি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ থেকে তাঁকে টিকিট দিয়েছে দল। প্রচারে গিয়ে তৃণমূলের তরুণ নেতার বার্তা দেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ভুল করেননি। যদি কোনও ভুল হয়ে থাকে, নেতাদের হয়েছে।” দর্শকদের কাছে ভুল স্বীকার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান তিনি।

Arabul Islam : &amp#39;তাজা নেতা&amp#39; আরাবুলের আগের তেজ নেই!
ভাঙড়ের এক সভা থেকে তরুণ নেতার বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ভুল করেনি, তৃণমূল কংগ্রেসের কোন কর্মী ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন।” প্রকাশ্য কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন ভাঙ্গড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের পুত্র হাকিমুল ইসলাম।
ভাঙড়ের বামন ঘাটা এলাকায় নির্বাচনী প্রচার থেকে বক্তব্য রাখতে গিয়ে হাকিমুল ইসলাম দলীয় কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে দলের পাশে থাকার বার্তা দেন সাধারণ মানুষকে। উল্লেখ্য, হাকিমুল ইসলাম এবার জেলা পরিষদের প্রার্থী হয়েছেন। ভগবানপুর, বেওতা ১, বেওতা ২ ও বামনঘাটা অঞ্চল তাঁর নির্বাচনী এলাকা।

Arabul Islam : &amp#39;মারপিট করতে না করেছি…&amp#39;, ISF নিয়ে &amp#39;ভোলবদল&amp#39;! শান্তির বার্তা আরাবুলের
ভাঙড় নিয়ে সর্বোচ্চ রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনের আগে। তৃণমূল এবং ISF উভয় দলের কর্মী মৃত্যু হয়েছে রাজনৈতিক হানাহানিতে। দুই পক্ষের হানাহানিতে ত্রস্ত হয়েছে সাধারণ মানুষও। সেই দিকের কথা মাথায় রেখেই এদিন জনসাধারণের সামনে ভুল হলে ক্ষমা করে দেওয়ার বার্তা দিলেন আরাবুল পুত্র বলেই মনে করছেন অনেক রাজনীতির কারবারিরা।

Arabul Islam : &amp#39;পুলিশ যদি জমি কমিটির হয়ে দালালি করে…&amp#39;, হুঁশিয়ারি আরাবুলের
ভাঙড়ের রাজনীতিতে একদা একচ্ছত্র আধিপত্য দেখা যেত তৃণমূল নেতা আরাবুল ইসলামের। সেই জনপ্রিয়তায় আলাদা করে জায়গা করে নিয়েছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। কোনও দলই এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার পক্ষপাতি নন। পঞ্চায়েত নির্বাচনে যে রাজনীতি সচেতকদের নজর ভাঙড়ের দিকে থাকবে এ কথা বলাই বাহুল্য।

Panchayat Election News: পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রাতে বিডিও অফিস ছাড়লেন আরাবুল

মনোনয়ন পর্ব থেকেই ভাঙড়ের রাজনীতিতে রক্তের দাগ লেগে যায়। তৃণমূল এবং আইএসেএফের সংঘর্ষে চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয় ভাঙড়ে। যদিও কর্মীর মৃত্যুর ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় বলে স্পষ্ট দাবি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় স্বয়ং রাজ্যপাল উপদ্রুত এলাকায় পরিদর্শনে যান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। যদিও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর নির্দেশ রয়েছে আদালতের। তবে ভোট কী শান্তিপূর্ণ হবে ভাঙড়ে, উত্তর মিলবে আগামী ৮ জুলাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *