চলতি বর্ষায় কি জল জমার যন্ত্রণা কমবে শহরে? উত্তর পুরসভার


Kolkata Water Logging : তুমুল বর্ষায় উত্তর কলকাতায় ঠনঠনিয়া কালীবাড়ি থেকে দক্ষিণ কলকাতার বেহালার জলমগ্ন অবস্থার চিত্র নতুন নয়। বছরের পর বছর ধরে জল যন্ত্রণা সহ্য করে আসতে হচ্ছে শহরবাসীকে। এ বছর কী সেই পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে। আশা করছে কলকাতা পুরসভা।

Night Club Kolkata : &amp#39;পার্টি অল নাইট&amp#39; থামল! বন্ধ হয়ে গেল কলকাতার জনপ্রিয় নাইট ক্লাব
একবালপুরে নতুন পাম্পিং স্টেশনের উদ্বোধন করা হল। ৮ মাস আগে পাম্পিং স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। বর্ষার শুরুতেই সেই পাম্পিং স্টেশনের কাজ শুরু করে দেওয়া হল। পাশাপাশি, উত্তর কলকাতায় জলকষ্ট কমানোর জন্য ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে আরও একটি পাম্পিং স্টেশন নির্মাণের কথা ভাবছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, আর্মহার্স্ট স্ট্রিটের ঋষিকেশ পার্কে এই নতুন পাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Kolkata Metro : জলে ভাসল মেট্রো স্টেশন, ক্ষোভ কবি সুভাষে
পুরসভা সূত্রে খবর, একবালপুরে নতুন পাম্পিং স্টেশনটি বর্তমানে ৭২ কিউসেক জল পাম্প করার ক্ষমতা রাখে। প্রকল্পটি নির্মাণের জন্য খরচ করা হয়েছে মোট ৮২ কোটি টাকা। পুরসভা সূত্রে খবর, ইউক্রেন যুদ্ধের কারণে জার্মান থেকে মেশিন আনতে কিছুটা দেরি হয়েছে, তাও বর্ষার শুরুতেই এই স্টেশন চালু করতে পারায় খুশি কলকাতা পুরসভা।

Kolkata Municipal Corporation : তুলতে হবে হকার, কিন্তু তুলবে কে? আদালতের নির্দেশে বিপাকে পুরসভা
জল জমার সমস্যা দূরীকরণে কিছুটা আভাস পাওয়া গিয়েছে বুধবার। প্রায় ৪০ মিমি বৃষ্টি হওয়ার পরেও মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টার মধ্যে একাধিক জায়গা থেকে জল নামিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসাবে পুরসভা জানিয়েছে, বর্ষার আগে থেকে খালগুলি সংস্কার করার কাজে হাত দিয়েছে সেচ দফতর। পাশাপাশি, নিকাশি নালা সংস্কারের কাজ চলছে সমান তালে।

Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে কবে ছুটবে যাত্রী বোঝাই মেট্রো?

এবার শহরে মোট ১৪৪ টি ডিসেলন্টিং মেশিন ব্যবহার করা হয়েছে ম্যানহোল পরিষ্কার করার কাজের জন্য। এর বাইরের ১৩ টি জেট কাম সাকশন মেশিন ব্যাবহার করা হয়েছে সাফাইয়ের কাজে। ভূ গর্ভস্থ জল নিকাশি ব্যবস্থা পরিষ্কার করে সাফ করা হয়েছে। কে কারণে জল জমলেও তা অল্প সময়ের মধ্যেই নেমে যাওয়ার জায়গা তৈরি হয়েছে।
তবে কিছুটা সমস্যা এখনও বজায় রয়েছে দক্ষিণ কলকাতার দিকে। বেহালার কাছে এখনও পর্যন্ত আধুনিক মানের নিকাশি ব্যবস্থা সব জায়গায় চালু করা যায়নি। ইতিমধ্যে সেটিরও কাজ চলছে বলে পুরসভা সূত্রে খবর। এই কাজ সম্পন্ন দ্রুত বেহালা ও তৎসংলগ্ন অঞ্চলেও জলনিকাশি ব্যবস্থার অনেকটা মিটিয়ে ফেলা যাবে বলেই মনে করছে পুরসভা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *