হাইকোর্টের ভর্ৎসনার পর পদক্ষেপ কমিশনের, খারিজ তৃণমূল প্রার্থীর মনোনয়ন! Election Commission cancels nomination of TMC candidate in Minakha


সুতপা সেন: হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। খারিজ হয়ে গেল তৃণমূল প্রার্থীর মনোনয়ন! কেন? কমিশন সূত্রে খবর, সৌদি আরবে বসে জালিয়াতি করে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ।

আরও পড়ুন: WB Panchayat Election 2023: ‘ভয় পেয়েছে, ক্ষমার নাটক করছে হাকিবুল’!

ঘটনাটি ঠিক কী? উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল এলাকার তৃণমূল নেতা মহিউদ্দিন গাজী। স্থানীয় পঞ্চায়েতে মহিলা সংরক্ষিত আসনে প্রধান ছিলেন তাঁর নাজমা বিবি। আসনটি এবার ওবিসি সংরক্ষিত। ফলে মহিউদ্দিন নিজেই ওই আসনে মনোনয়ন জমা দিয়েছেন। এরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। 

বিরোধীদের অভিযোগ,  মহিউদ্দিন  এখন বিদেশে। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই সৌদি আরবে চলে যান তিনি। তাহলে কীভাবে মনোনয়ন? হাইকোর্টে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় অভিবাসন মন্ত্রক। সেই রিপোর্টেও উল্লেখ, ‘৪ জুন হজের উদ্দেশে ভারত ছাড়েন মহিউদ্দিন গাজি’। কমিশনকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। 

আরও পড়ুন: WB Panchayat Election 2023: আত্মহত্যা নাকি খুন? বিজেপি বুথ সভাপতি দীপক সামন্তের রহস্য মৃত্যুকে ঘিরে সবংয়ে ব্যাপক চাঞ্চল্য

কমিশন সূ্ত্রে খবর, পুলিস যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে,  ৪ জুন হজ করতে সৌদি আবার যান মহিউদ্দিন গাজী। ৮ জুন পঞ্চায়েত ভোটে দিন ঘোষণা হয়। ২ দিন পর, ১০ তারিখ বিডিও অফিসে মনোনয়ন জমা পড়েন ওই তৃণমূল নেতার। এখন প্রার্থী যদি চান, তাহলে প্রস্তাবকের মাধ্যমেও মনোনয়ন জমা দিতে পারেন। কিন্তু বিদেশ থেকে মনোনয়নপত্রে কীভাবে স্বাক্ষর করা সম্ভব? সেকারণে খারিজ করে দেওয়া হল তৃণমূল প্রার্থী মনোনয়ন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *