Alipore Zoo : জীবজন্তুদের নিরাপত্তায় বিশেষ জোর, সুরক্ষিত রাখতে আলিপুর চিড়িয়াখানায় সোলার ফেন্সিং – solar fencing will be installed around the alipore zoo to protect it


এই সময়: আলিপুর চিড়িয়াখানাকে সুরক্ষিত রাখতে চারপাশে সোলার ফেন্সিং বসবে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানার সীমানা ধরে যে উঁচু ইটের পাঁচিল রয়েছে তার উপরেই এই সোলার ফেন্সিং দেওয়া হবে। তার সঙ্গে থাকবে সৌর প্যানেল। সেখান থেকে যে সৌর বিদ্যুৎ তৈরি হবে, সেটা ফেন্সিংয়ের মধ্যে প্রবাহিত হবে। ফলে সেই তারে হাত দিলে হালকা বিদ্যুতের শক লাগবে।

Alipore Zoo : আলিপুর চিড়িয়াখানায় ‘ফুড কোর্ট’! সঙ্গে এসি রেস্তরাঁ চালুর সিদ্ধান্তও
তাতে মৃত্যুর ভয় থাকবে না। তাতে লোকজন ভয় পেয়ে আর পাঁচিল টপকানোর চেষ্টা করবে না। তার সঙ্গে অ্যালার্ম সিস্টেমও যুক্ত করা হবে। ফেন্সিংয়ে হাত দেওয়া মাত্রই অ্যালার্ম বাজতে শুরু করবে। তাতে নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে যাবেন।

Dengue In Kolkata : পঞ্চায়েত ভোটের আগে ডেঙ্গির সতর্কবার্তা
বন দপ্তরের এক আধিকারিকের ব্যাখ্যা, আলিপুর চিড়িয়াখানায় কয়েকশো প্রজাতির জীবজন্তু রয়েছে। তাদের নিরাপত্তার জন্য আলিপুর চিড়িয়াখানার নিজস্ব সুরক্ষাকর্মীরা রয়েছে। এছাড়াও সর্বক্ষণ নজরদারির জন্য প্রতিটি খাঁচার সামনে সিসিটিভি বসানো হয়েছে। তা সত্ত্বেও অনেক সময়ে পাঁচিল টপকে বাইরের লোকজন ভিতরে ঢুকে পড়ে। সোলার ফেন্সিং থাকলে সেটা আর সম্ভব হবে না। তাতে আলিপুর চিড়িয়াখানার সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *