Alipurduar District Hospital : তৃণমূলের শ্রমিক সংগঠনে বড় ফাটল! আলিপুরদুয়ারে কংগ্রেসের হাত ধরল ২০০ স্বাস্থ্যকর্মী


TMC West Bengal : কাজ হারানোর ক্ষোভে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ২০০ আয়া কর্মী। বুধবার আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে দল বাদল করলেন জেলা হাসপাতালের বিক্ষুব্ধ আয়া কর্মীরা। যদিও INTTUC ছেড়ে আসা এই সমস্ত কর্মীদের বিরুদ্ধেও জুলুমবাজি, টাকা আদায়ের অভিযোগ ছিল।

Alipurduar Panchayat Election : বৃষ্টি থামলেও জল থৈ থৈ আলিপুরদুয়ার, নৌকায় চেপে প্রচার সারলেন TMC প্রার্থী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩শে মার্চ জেলা হাসপাতাল থেকে এই আয়া কর্মীদের বের করে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ দিন থেকে জেলা হাসপাতালের একাধিক অস্থায়ী কর্মী ও আয়া কর্মীদের বিরুদ্ধে রোগী ও রোগীর পরিবারদের থেকে জুলুমবাজি করে টাকা তোলার অভিযোগ ছিল।
জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির দায়িত্ব ভার গ্রহণ করতেই দালাল চক্র ও অবৈধ তোলাবাজদের বিরুদ্ধে শক্ত হাতে নামেন চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। সেই সময় আয়া কর্মীরা তৃণমূলের আইএনটিটিইউসি সমর্থিত আয়া কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

Panchayat Election 2023 : একই আসনে ২৫ জন প্রার্থী! ব্যালট ছাপাতে হিমশিম প্রশাসন
কাজ হারিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যায় কাটাতে হয়েছে তাঁদের বলে দাবি করেন আয়া কর্মীরা। একাধিক জায়গায় আবেদন করেও কোনও লাভ হয়নি বলে জানান প্রত্যেকেই। এখনও তাঁরা কর্মহীন হয়ে আছেন বলে জানানো হয়। এই দুরবস্থায় দল এবং দলীয় নেতৃত্বদের পাশে না পেয়ে আয়া কর্মীদের মধ্যে ক্ষোভ শুরু হয়। এদিন সেই ক্ষোভের ফল স্বরূপ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেয় আয়া কর্মীরা।

Alipurduar Panchayat Nirbachan : ভোটের কাজে নারাজ! একই আসনে মনোনয়ন ২২ নির্দল ‘শিক্ষক’ প্রার্থীর
আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শন্তুনু দেবনাথের হাত ধরে কংগ্রেসের যোগ দিলেন দুই শতাধিক আয়া কর্মী। এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভানেত্রী সানিয়া বর্ধন, জেলা ছাত্র পরিষদের সভাপতি তায়ন সাহা ও জেলা এসটি-এসসি সেলের চেয়ারম্যান আখহায় কুমার বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা।

WB Panchayat Election: প্রার্থী না-পসন্দ! রাতের অন্ধকারে নেতার বাড়ি চড়াও!

এই বিষয়ে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বলেন, “যে রাজ্যে অবৈধ বাজি কারখানাকে বৈধ লাইসেন্স দেওয়া হয়, যে রাজ্যে অবৈধ মদের কারখানাকে লাইসেন্স দেওয়া হয়। সেই রাজ্য পেটের তাগিদে জেলা হাসপাতালে কর্মরত মা+বোনদের বের করে দেওয়া হয়।” তাঁর কথায়, শাসক দলের ছাতার তলে থাকা সত্ত্বেও তাদের সমস্যার সুরাহা হয়নি। এদিন সেই কারণে তাঁরা শাসক দল ছেড়ে জাতীয় কংগ্রেসের ওপরে ভরসা করে যোগদান করলেন।
আগামী দিনে জাতীয় কংগ্রেসের ছাতার তলে তাঁদের কর্মসংস্থানের দাবিতে আন্দোলনে নামবেন বলে জানায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তবে এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলালের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিন যোগদানে জেলা হাসপাতালে INTTUC-র আর কোনও অস্তিত্ব থাকল না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *