Asansol News : পুলিশের গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু! দেহ নিয়ে বিক্ষোভ-অবরোধে তোলপাড় আসানসোল – lady accident death allegations by police vehicle at asansol agitation by deceased family


পুলিশের গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ের ঘটনা। মৃতার নাম কল্যাণী বাউড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় ব়্যাফ ও কমব্যাট ফোর্স। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Bhangar News : আবারও খুন ভাঙড়ে! মদের আসরে প্রতিমা শিল্পীর গলা কাটল বন্ধু
ঘটনার সূত্রপাত গত সোমবার। ওই দিন সকাল সাড়ে ৯টা নাগাদ। পেশায় পরিচারিকা কল্যাণী বাউড়ি কাজ করে বেরোচ্ছিলেন। অভিযোগ সেই সময় তাঁকে ধাক্কা মারে পুলিশের একটি গাড়ি। ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান কল্যাণী বাউড়ি। অভিযোগ, এরপর তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দেওয়া হয়নি পর্যাপ্ত চিকিৎসা। শুধুমাত্র মাথায় ব্যান্ডেজ করে ফেলে রেখে দেওয়া হয়। এরপর বর্ধমানে স্থানান্তরিত করতে বলা হয়। যদিও মৃতার পরিজনেরা তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। আজ সেখানেই মৃত্যু হয় ওই মহিলার।

Uttar 24 Pargana News : ব্যারাকপুরে মহিলা চিকিৎকের রহস্যমৃত্যু কাঠগড়ায় লিভ-ইন পার্টনার! অভিযুক্ত সেনার ডাক্তার
এরপরেই এদিন দেহ ভগৎ সিং মোড়ে নিয়ে এসে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন মৃতার পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দারা। মৃতার আত্মীয় পিয়া বাউড়ির অভিযোগ, গোটা ঘটনায় পুলিশের তরফে কোনওরকম সহযোগিতা করা হয়নি। শুধু ফোনে আশ্বাস দিয়ে দিয়েছে। পুলিশই মেরেছে বলে অভিযোগ মৃতার আত্মীয়ার। এই ঘটনার নেপথ্যে যে পুলিশ কর্মী আছেন, তাঁকে যেন চাকরি থেকে বরখাস্ত করা, এমনটাই দাবি তাঁর। দাবি না মানলে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

Crime News : গাড়িতে গোরুর মাংসের নিয়ে যাওয়ার ‘অপরাধ’! গণপিটুনিতে মৃত যুবক
এদিকে বিক্ষোভ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় ব়্যাফ ও কমব্যাট ফোর্স। একইসঙ্গে ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দেবরাজ দাস। তিনি ঘটনায় তদন্তের আশ্বাস দেন। একইসঙ্গে এই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির আশ্বাসও দেন তিনি। যদিও এখনও পর্যন্ত কোনওরকম ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়নি পুলিশের তরফে।

Madhya Pradesh News : ছবি তুলতে বাধা! চলন্ত ট্রেনে মহিলার শাড়ি খুলে ফেলে দেওয়ার অভিযোগ, রেলের নিরাপত্তায় প্রশ্ন
প্রসঙ্গত, কিছুদিন আগে পুলিশের গাড়ির ধাক্কায় এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় নদিয়ার ধানতলায়। জানা গিয়েছে, গরুচোর ধরতে গিয়েছিল পুলিশ। তারপরেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল ধানতলায়। পুলিশের গাড়ির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়। এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয়েছে এলাকায়। পুলিশের সঙ্গে কার্যত জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *