Cryptocurrency News : টেলিগ্রাম-যোগাযোগে ক্রিপ্টোকারেন্সির টোপ, ৭০ লাখের প্রতারণা! – police also arrested two people from tripura on the charge of fraud


এই সময়: টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে টাকা লগ্নির প্রস্তাব দিয়ে প্রায় ৭০ লাখ টাকা জালিয়াতি! সেই অভিযোগে আগেই এক জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এ বার ত্রিপুরা থেকেও দু’জনকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। কলকাতা পুলিশ সূত্রের খবর, ধৃতদের ট্রানজ়িট রিমান্ডে আজ, বৃহস্পতিবার কলকাতায় নিয়ে আসা হবে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করে তাঁদের লগ্নির প্রস্তাব দিত অভিযুক্তরা। আগ্রহীদের কাছ থেকে টাকা নিয়ে তা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা হতো, কিন্তু লগ্নিকারীদের তাঁদের প্রাপ্য ফেরত দেওয়া হতো না।

Cyber Crime : অনলাইনে বিদেশি নাগরিকের সঙ্গে প্রতারণা চেষ্টা, FBI-র দেওয়া তথ্যে পুলিশের জালে ২
তদন্তে জানা গিয়েছে, মাস তিনেক আগে ওই লগ্নির ফাঁদেই পা দিয়েছিলেন বছর ষাটেকের ব্যবসায়ী শেখ এসানুর রহমান। তাঁর কাছ থেকে লগ্নির জন্য ৬৮ লাখ ৮৯ হাজার টাকা নেয় অভিযুক্তরা। তার পরেই তারা যোগাযোগ বন্ধ করে দেয় ওই বৃদ্ধ ব্যবসায়ীর সঙ্গে। পুলিশের কাছে এসানুর অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে কলিম আহমেদ নামে এক জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করেন। কলিমকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন আরও দু’জনের কথা। গোয়েন্দা সূত্রের খবর, তাদের এক জনের নাম সুবীর কুমার।

Dating Sites : ডেটিং অ্যাপ-ম্যাট্রিমনি সাইটে বিস্তৃত জাল! শহরজুড়ে ধরপাকড়
তবে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও দু’জনকে পাওয়া যায়নি। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সুবীর ছাড়া অন্য অভিযুক্তর নাম অজয় দেববর্মন হলেও কলিম তার অন্য নাম দিয়েছিলেন, তবে সে দিয়েছিল অজয়েরই মোবাইল ফোন নম্বর। গোয়েন্দারা খোঁজ করে শেষমেশ জানতে পারেন, নম্বরটি অজয় দেববর্মনের, তার বাড়িও সুবীর কুমারের মতো ত্রিপুরায়। সেই মতো আগরতলায় যান কলকাতা পুলিশের তদন্তকারীরা। সেখানে গিয়ে জানা যায়, অজয় আগরতলা থেকে বেশ কিছুটা দূরে এক জায়গায় গা-ঢাকা দিয়েছে। সেখান থেকেই বুধবার সকাল ৭টা নাগাদ অজয় ও সুবীরকে গ্রেপ্তার কারা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *