Dakshineswar Shootout : দক্ষিণেশ্বরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ – trinamool congress leader attacked in dakshineswar area police started probe


পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ভোট হিংসার বলি হয়েছেন ১১ জন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্তর আলোচনার মধ্যে দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতা অরিত্র ঘোষ ওরফে বুম্বাকে লক্ষ্য করে এদিন গুলি চলে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূলেরই অপরপক্ষ জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে অভিযোগের তির।

WB Panchayat Election : সায়নীর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর পোস্ট, গ্রেফতার বিজেপি প্রার্থী
স্থানীয় সূত্রে খবর, রড দিয়ে মেরে ওই তৃণমূল নেতার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে কামারহাটি রথতলার কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই তৃণমূল নেতা এখনও ওখানে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ওই তৃণমূল নেতার হাত ও পা ভেঙে গিয়েছে বলে খবর। এমনকী মারধরে তাঁর প্রচুর রক্তপাত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই তৃণমূল নেতা বাইক নিয়ে অফিসে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ওই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত সিংহের দিকে অভিযোগের আঙুল উঠেছে। দলীয় স্তরে অরিত্র ও জয়ন্তের মধ্যে দীর্ঘদিন ঝরেই লড়াই চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Chandra Shekhar Azad Shot : শাহারানপুরে শ্যুটআউট! গুলিবিদ্ধ চন্দ্রশেখর আজাদ
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে ওই তৃণমূল নেতার উপর হামলা হল এবং এই ঘটনার পিছনে কারা জড়িত তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ।

এই ঘটনার জন্য খোদ অরিত্রও বিরোধী গোষ্ঠীর দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘বাড়ি থেকে বেরিয়ে অফিস যাচ্ছিলাম। বাবু পাড়ার কাছে জয়ন্ত, জঙ্ঘা, সৈকত মান্না সহ ১৫-২০ জন আমাকে ঘিরে ধরে। আমার দিকে গুলি চালানো হয়। আমি নিজেকে রক্ষা করতে গিয়ে বাইক থেকে পড়ে যাই। তারপর আধ ঘণঅ্টা ধরে আমাকে রড, বাঁশ দিয়ে মারধর করা হয়। কেন আমাকে মারধর করা হল আমি জানি না। আমি দোষীদের শাস্তি চাই।’

WB Panchayat Nirbachan : জেলা BJP সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে ‘রাম ঠ্যাঙানি’ বিজেপি কর্মীদের! রায়দিঘিতে শোরগোল
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য হানাহানি ও খুন-সংঘর্ষের ঘটনা বাড়ছে। ইতিমধ্যেই অনেকে প্রাণ হারিয়েছেন। পঞ্চায়েত ভোটের দিন সন্ত্রাস আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন এই ঘটনা নতুন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *