Hooghly Weather: সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা না বৃষ্টি? কেমন থাকবে হুগলির আবহাওয়া জানুন – hooghly and south bengal weather forecast for 29 june there is possibility of rain with thunderstorm


বুধবার টানা সারাদিন বৃষ্টি শেষে আজ খানিক বিরতি। মেঘলা আকাশে রোদের খেলার মাঝেই দু-একপশলা শান্তি বারিধারায় এখনও দক্ষিণবঙ্গে আবহাওয়ার বর্ষা মুড বহাল। হুগলি, কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির তোড় কমলেও দক্ষিণবঙ্গের একাংশে এদিনও চলবে ভারী বৃষ্টি।

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ ও আগামীকালও দক্ষিণবঙ্গে আবহাওয়া একইরকম থাকবে। সপ্তাহান্তে পরিবর্তন হতে পারে আবহাওয়ায়। আজ অর্থাৎ ২৯ জুন বৃহস্পতিবার সকাল থেকে হুগলিতে খানিক হলেও কেটেছে মেঘ। মাঝে মাঝে আকাশ কালো করে নাম মাত্র দু-একপশলা বৃষ্টি হলেও দুপুরের পর দেখা মিলেছে হালকা রোদের। কিন্তু জেলাবাসী জানাচ্ছেন তা ক্ষণিকের। বৃহস্পতিবার দিনভরই আকাশে মেঘ সৈন্যদের প্রহরা।

South Bengal Weather Update : আগামী ২ দিন কেমন থাকবে মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলির আবহাওয়া? জানুন

হাওয়া অফিস জানাচ্ছে, বিকেলের দিকে আজ ও কাল জেলার এক দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭০ মিলিমিটারের কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালও। তবে এক টানা নয়, হুগলি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি এবং এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ।

Rainfall Forecast : জুনে ৬৭% বৃষ্টির ঘাটতি, কলকাতা সহ জেলায় আজ থেকেই তুমুল দুর্যোগ?

শনিবার থেকে হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে আগামী ৪৮ ঘণ্টায় মেঘলা থাকবে আকাশ। তাপমাত্রারও সেরকম হেরফের হবে না। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহেই ফের বৃষ্টির প্রভাব মুছে পারদ চড়ার সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।

Mamata Banerjee : টানা বর্ষণে বিপদ বাড়ছে উত্তরবঙ্গের, জরুরি বৈঠকে মমতা

বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *