Kolkata Municipal Corporation : তুলতে হবে হকার, কিন্তু তুলবে কে? আদালতের নির্দেশে বিপাকে পুরসভা – calcutta high court has ordered the removal of hawkers from several places in the city of kolkata


এই সময়: কলকাতা শহরে হকার সমস্যা নতুন কিছু নয়। কিন্তু সেই হকারদের নিয়ে এতটা বেকায়দায় আগে কখনও পড়েনি কলকাতা পুরসভা।
সম্প্রতি কলকাতা শহরের একাধিক জায়গা থেকে হকার তোলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যথায় পুরবোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞনমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

Kolkata News : কলকাতায় এবার ‘ফুড জোন’, মিলবে স্বাস্থ্যকর ‘স্ট্রিট ফুড’
কিন্তু সেই নির্দেশ আদৌ কার্যকর করা যাবে কিনা, তা নিয়ে ঘোরতর সন্দিহান পুরকর্তারা। তাঁদের যুক্তি, কোনও হকারকেই ফুটপাথ থেকে উচ্ছেদ করা যাবে না বলে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। হকারদের জীবন-জীবিকা রক্ষার জন্য নতুন আইন তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। তাই হকার উচ্ছেদ করা মানে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা। ফলে উভয়সঙ্কটে পড়েছেন কলকাতা পুরসভার আধিকারিকরা।

WB Panchayat Election : সৌদি আরবে বসে পঞ্চায়েতে মনোনয়ন জমা মিনাখাঁর তৃণমূল প্রার্থীর? CBI তদন্ত চেয়ে মামলা
পুরসভা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি শহরের মোট তিনটি জায়গা থেকে পুরসভাকে হকার সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর মধ্যে রয়েছে মল্লিকবাজার, বেহালার ৬ নম্বর ডায়মন্ডহারবার রোড এবং খিদিরপুরের ৫ নম্বর ডেন্ট মিশন রোড। মূলত রাস্তা ও ফুটপাথকে দখল মুক্ত করতেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কঠোর অবস্থান নেওয়ায় মহা ফাঁপরে পড়েছেন পুরকর্তারা।

Kolkata Municipal Corporation : শহরের আকাশ ঢেকে যায় তারের জটে! আরও ১০ রাস্তার ‘জঞ্জাল’ সাফে উদ্যোগী পুরসভা
কলকাতা পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের মেয়র পারিষদ সদস্য দেবব্রত মজুমদারের ব্যাখ্যা, ‘হাইকোর্ট কয়েকটা জায়গা থেকে হকার সরানোর কথা বললেও পুরসভার পক্ষে সেই কাজটা করা কঠিন। হকাররা কোথায় বসবে সেটা ঠিক করে টাউন ভেন্ডিং কমিটি। যদি দেখা যায় কোথাও হকাররা বেআইনি ভাবে পুরো ফুটপাথ দখল করে বসে রয়েছে সেক্ষেত্রে কমিটি যথাযথ ব্যবস্থা নেবে।’

Panchayat Election: সৌদি আরবে বসে পঞ্চায়েতে মনোনয়ন, সই করল কে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি সিনহার
সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে পুরবোর্ডের কর্তারা হকার উচ্ছেদে সায় না দিলেও কলকাতা হাইকোর্টের রায়কে একেবারে উপেক্ষা করতেও পারছে না তাঁরা। তার কারণ, কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করলে আদালত অবমাননার দায়ে ফেঁসে যেতে পারেন পুরকর্তারা। সে কথা মাথায় রেখেই ওই সব জায়গা থেকে হকার সরানোর জন্য স্থানীয় বরো একজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এ নিয়ে বেঁকে নিয়ে তাঁরা। এক বরো একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের কথায়, ‘আদালতের হাত থেকে বাঁচতে কর্তৃপক্ষ আমাদের ঘাড়ে বন্দুক রাখা হচ্ছে। শহরের কোনও জায়গা থেকে হকার সরাতে গেলেই প্রবল প্রতিরোধের মুখে পড়তে হবে। ফলে এই কাজটা করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ বলেন, ‘কোথায় হকার বসবে আর কোথায় বসবে না, সেটা টাউন ভেন্ডিং কমিটি ঠিক করে। এখন কোনও হকারকে উচ্ছেদ করাটা বেআইনি। সেটা হলে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হবে। আমরা কলকাতা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানাবো।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *