Kolkata Rainfall : শহরে তাড়াতাড়ি জল নামছে, দাবি পুরসভার – since the beginning of this year the drainage canals have been renovated so that the stagnant water in the city can be released quickly


এই সময়: শহরের জমা জল যাতে তাড়াতাড়ি বের হয়, সে জন্য নিকাশি খালগুলি সংস্কারের কাজে চলতি বছরের শুরু থেকেই হাত দিয়েছিল সেচ দপ্তর। আবার, ভূগর্ভস্থ নিকাশি নালাও জোরকদমে সংস্কারের কাজও হয়েছে শুরু থেকেই। বুধবার তার জেরেই মাত্র ৪ ঘণ্টার মধ্যে জমা জল সরে গিয়েছে বলে দাবি কলকাতার পুরসভার নিকাশি বিভাগের। যদিও শহরের বাসিন্দাদের একাংশের বক্তব্য, যে বৃষ্টি হয়েছে তাকে ভারী বৃষ্টিপাত বলা যায় না। ভারী বৃষ্টি হলে কাজ বাস্তবে কতটা হয়েছে তা বোঝা যাবে।

KMC Tax Online : সংযোজিত এলাকাতেও বাড়ার পথে সম্পত্তিকর
পুরসভা সূত্রে খবর, এদিন সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত গড়ে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। টানা বৃষ্টির জেরে এদিন জলমগ্ন হয়ে পড়ে ঠনঠনিয়া, মুক্তারাম বাবু স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, শরৎ বসু রোড, বেহালার বিভিন্ন এলাকায়। তবে বিকেল চারটের মধ্যে শহরে জমা জলের ৮৫ শতাংশ নামিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি নিকাশি বিভাগের কর্তাদের। পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেন,’ভূগর্ভস্থ নিকাশি নালাগুলি ঠিকমতো সাফাই করা, নিকাশি খাল সংস্কার এবং পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানোর ফলেই দ্রুত জল নামানো সম্ভব হয়েছে।’

Kolkata Weather Forecast : নিম্নচাপের জেরে সকাল থেকেই অঝোরে বৃষ্টি, কবে হাওয়া বদল?
নিকাশি বিভাগের এক কর্তা বলেন, চলতি বছরের শুরু থেকেই ম্যানহোল থেকে পলি তোলার জন্য ১৪৪টি ডিসেলন্টিং মেশিন এবং ম্যানহোলের মধ্যবর্তী নালা থেকে থেকে ময়লা বের করার জন্য ৫০টি আধুনিক মেশিনকে কাজে লাগানো হয়েছে। এছাড়াও, ১২-১৩টি জেট কাম সাকশন মেশিন কাজ করছে নিয়মিত। যার জেরে ভূগভর্গস্থ নিকাশি নালা পুরোপুরি সাফাই করা হয়েছে। খুব ভারী বৃষ্টি না হলে জল সমস্যা শহরে হবে না বলেই দাবি নিকাশি বিভাগের কর্তাদের। তবে সংযোজিত এলাকা যেমন বেহালার কিছু অংশে আধুনিক নিকাশি ব্যবস্থা এখনও নেই। তা তৈরি হচ্ছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই তল্লাটে জল জমার সমস্যা মেটানো সম্ভব নয় বলেই দাবি পুর কর্তাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *