Minakshi Mukherjee : ‘রাতের অন্ধকারে দই ভেবে খেয়েছিল…’, তৃণমূলকে তীব্র আক্রমণ মীনাক্ষীর – cpim leader minakshi mukherjee slams trinamool congress on corruption issue


‘রাতের অন্ধকারে মানুষ তৃণমূলকে দই ভেবে খেয়েছিল, এখন দেখা যাচ্ছে সেটা আদৌ দই নয় চুন। গোটা মুখটাই পুড়ে গিয়েছে। আর তাই মানুষ রুখে দাঁড়িয়েছেন।’ এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার বড়জোড়া ফুটবল মাঠে সিপিআইএমের এক নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই শাসকদলকে তীব্র কটাক্ষ করেন এই বাম নেত্রী।

কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন। গ্রাম বাংলার এই ভোটকে হাতিয়ার করেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বামেরা। এক সময়ের অন্যতম শক্তিশালী লালদুর্গ বাঁকুড়ায় দাঁড়িয়ে মীনাক্ষী বলেন, ‘তৃণমূল আজ ভয় পেয়েছে। ভয়ের ঘরে ভয় ঢুকেছে। তাই পিছিয়ে আছে। কিন্তু ভোট আর ভোট গণণার দিন ওরা বেরোবে। নখ, দাঁত, শিংয়ে ধার দিয়ে বাইরে বেরবে। কারণ পঞ্চায়েত নির্বাচনে না জিতলে ওঁরা খেতে পারবে না।’

CV Anand Bose : ‘ভেবেছিলাম দায়িত্ব পালন করবেন…’, নির্বাচন কমিশনারকে অপসারণ জল্পনার মাঝেই বিস্ফোরক রাজ্যপাল
আবাস যোজনা ও নিয়োগ দুর্নীতি নিয়েও শাসকদলকে এক হাত নেন মীনাক্ষী। তিনি বলেন, ‘নিয়ো দুর্নীতিতে সকলে যুক্ত। ডিএম থেকে পঞ্চায়েত অফিসে কাজ করা ডাটা এন্ট্রি অপারেটর কেউ ছাড় পাবেনা।’ পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মানুষের সাহসে, আশীর্বাদে আর জোরে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এবার মানুষের জোরেই ভোট হবে ও মানুষের পঞ্চায়েত তৈরি হবে।’

WB Panchayat Election: ১৯-এর গেরুয়া গড়ে আঠারোর পুনরাবৃত্তি, অভিষেক আশ্বাসের বিপরীতে বাঁকুড়ায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মধ্যে টানাপোড়েন চলছে। এই ঘটনা নিয়ে মীনাক্ষীর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, ‘, আদালত কেন্দ্রীয় বাহিনীর কথা বলছে, তা হলে আপত্তিটা কোথায়? একই সঙ্গে আসল কর্মসূচিকে সরিয়ে পঞ্চায়েত ভোট পরিচালনায় নির্বাচন কমিশনও ব্যস্ত। তবে এবারের সঙ্গে অন্যবারের পার্থক্য রয়েছে। মানুষ এবার এককাট্টা হয়ে রয়েছেন। এবার মানুষের মানুষের পঞ্চায়েত তৈরি করে দেবে।’

এবারের পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন এলাকায় তরুণ মুখের উপর ভরসা রেখেছে বামেরা। বিভিন্ন জায়াগায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে কমবয়সীদের প্রার্থী করা হয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে তরুণ মুখের উপর ভরসা রাখছেন বামেরা। সিপিএমের আশা তরুণ মুখের উপর ভর করেই এবারের পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারবে তাঁরা। এখন ভোটের ফল কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

Suvendu Adhikari : ‘২০০৭ সালে কী দেখেছিলেন, তার থেকেও বেশি কিছু…’, পুলিশকে দুষে আক্রমণ শুভেন্দুর
উল্লেখ্য, এবারের পঞ্চায়েত নির্বাচনে হিংসা দেখেছে বাংলা। মনোনয়ন পর্বে জেলায় জেলায় ধরা পড়েছে সন্ত্রাসের ছবি। ভোটজনিত হিংসার কারণে ইতিমধ্যেই ১১ জনের প্রাণ চলে গিয়েছে। পঞ্চায়েত ভোটের দিন সন্ত্রাস আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কমিশন সন্ত্রাস মোকাবিলায় সক্ষ হয় কি না, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *