বুধবার বিকেলে দু’টি ছোট গাড়িতে চেপে কোচবিহারের পুণ্ডিবাড়িতে ফিরছিলেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। পথে উত্তর দিনাজপুরের ইটাহার থানার মির্জাদিঘি এলাকায় দ্বিতীয় গাড়িটির সামনে আচমকা একটি গোরু চলে আসায় নিয়ন্ত্রণ হারান চালক। গোরুকে বাঁচাতে গিয়ে গাড়িটি পাশের বাঁশ ঝাড় ভেদ করে সোজা নয়ানজুলিতে নেমে গিয়ে উলটে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে আহত দুই যাত্রীকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
প্রতিনিধি দলের সদস্য তথা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎ পাল বলেন, ‘আমরা মানিকচকে আঞ্চলিক গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। আজ সেখান থেকে দু’টি গাড়িতে ফিরছিলাম। আমি ও আরও কয়েক জন সামনের গাড়িতে ছিলাম। পিছনের গাড়িতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের প্রধান অর্ণব ঘোষ এবং উন্নয়ন বিভাগের আধিকারিক সৈকত মুখোপাধ্যায়। দুর্ঘটনায় দু’জনেই গুরুতর জখম হয়েছেন। তাঁদের গাড়ির সামনে আচমকা একটি গোরু চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে বলে চালক জানিয়েছেন।’