Road Accident : গোরুকে বাঁচাতে গিয়ে বিপত্তি! গাড়ি উলটে জখম ২ আধিকারিক – while trying to save a cow on the national highway car overturned and two senior officers of north bengal agricultural university are injured


এই সময়, রায়গঞ্জ: জাতীয় সড়কে গোরুকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে উলটে পড়ল গাড়ি। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই উচ্চপদস্থ আধিকারিক। বুধবার বিকেল ৫ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার মির্জাদিঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। আহতদের ইটাহার গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মালদায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল মালদার মানিকচকে ওই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি আঞ্চলিক গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিল।

Road Accident : গাড়ির পেছনে লরির সজোরে ধাক্কা! ভয়াবহ পথ দুর্ঘটনায় চালক সহ এক দম্পতির মৃত্যু
বুধবার বিকেলে দু’টি ছোট গাড়িতে চেপে কোচবিহারের পুণ্ডিবাড়িতে ফিরছিলেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। পথে উত্তর দিনাজপুরের ইটাহার থানার মির্জাদিঘি এলাকায় দ্বিতীয় গাড়িটির সামনে আচমকা একটি গোরু চলে আসায় নিয়ন্ত্রণ হারান চালক। গোরুকে বাঁচাতে গিয়ে গাড়িটি পাশের বাঁশ ঝাড় ভেদ করে সোজা নয়ানজুলিতে নেমে গিয়ে উলটে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে আহত দুই যাত্রীকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

Jalpaiguri News : দলীয় বৈঠকে যেতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু CPIM কর্মীর, শোকের ছায়া ধূপগুড়িতে
প্রতিনিধি দলের সদস্য তথা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎ পাল বলেন, ‘আমরা মানিকচকে আঞ্চলিক গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। আজ সেখান থেকে দু’টি গাড়িতে ফিরছিলাম। আমি ও আরও কয়েক জন সামনের গাড়িতে ছিলাম। পিছনের গাড়িতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের প্রধান অর্ণব ঘোষ এবং উন্নয়ন বিভাগের আধিকারিক সৈকত মুখোপাধ্যায়। দুর্ঘটনায় দু’জনেই গুরুতর জখম হয়েছেন। তাঁদের গাড়ির সামনে আচমকা একটি গোরু চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে বলে চালক জানিয়েছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *