WB Panchayat Election : ‘উন্নয়নই আসল’, ছেলেকে হারাতে তৃণমূল প্রার্থীর প্রশংসায় ‘পঞ্চমুখ’ মা! – dakshin 24 pargana tmc candidate campaigning and asking for problems to villagers election23


পঞ্চায়েত নির্বাচন আর খুব বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই এলাকায় এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে ধরা পড়ল এক অন্য ছবি। নেপথ্যে শীতলা মথুরাপুর পঞ্চায়েত সমিতির ৫ নম্বর আসনের তৃণমূল প্রার্থী সুমন হালদার। শুধু এলাকার উন্নয়ন নয়, মানুষের সামগ্রিক মানসিকতারও যাতে উন্নতি হয় সেই লক্ষ্যে একটু অন্যরকম প্রচার এই তৃণমূল প্রার্থীর।

বিদায়ী পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য ছিলেন সুমন। স্থানীয়দের দাবি, সারাবছরই নানা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেন তিনি। এমনকী দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকতে দেখা যায় তাঁকে। পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সাধারণ মানুষের দুয়ারে গিয়ে ভোট চাইছেন না সুমন।

Panchayat Election 2023 : শক্তিবৃদ্ধি? বহু জেলায় পদ্মের থেকে বেশি প্রার্থী বামের
স্থানীয় বাসিন্দাদের কাছে তাঁকে জেতানোর আবেদনও করছেন না এই তৃণমূল প্রার্থী। বছরের অন্যান্য দিনগুলোর মতো এখনও এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যা নিয়ে খোঁজখবর নিচ্ছেন সুমন। তাঁর বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী বাপি সর্দার। কিন্তু তৃণমূল প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি প্রার্থীর মা। এলাকার সামগ্রিক উন্নয়নের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি প্রার্থী মা দীপা সর্দার। এমনকী উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন দীপা।

Panchayat Election 2023 : বোন অপরূপাকে নিয়েই প্রচারে তৃণমূলের শতরূপা, সৌজন্য বিনিময় সারলেন BJP প্রার্থীর সঙ্গেও]
তৃণমূল প্রার্থী সুমন হালদার বলেন, ‘আমি আগামী দিন এলাকার উন্নয়নকেই সব থেকে বেশি প্রধান দেব। উন্নয়ন মানে শুধুমাত্র রাস্তাঘাট বা এলাকায় কল বসিয়ে দেওয়া নয়। উন্নয়ন মানে মানুষের চিন্তাধারার উন্নয়ন, এলাকার পরিবেশের উন্নয়ন। এখানে বিভিন্ন এলাকা জলের সমস্যা ছিল। অনেকটাই সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। এখনও বেশ কিছু জায়গায় সমস্যা রয়েছে, আমরা তা মিটিয়ে ফেলার চেষ্টা করব।’

বিজেপি প্রার্থীর মা দীপা সর্দার বলেন, ‘আমার ছেলে বিজেপি প্রার্থী হয়েছে এতে খারাপই লাগছে। কিন্তু এখানে যিনি তৃণমূল প্রার্থী হয়েছেন উনি খুবই ভালো মানুষ। আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনি সবসময়ই আসেন। এলাকায় যে উন্নয়ন হয়েছে, সেটা অস্বীকার করার কোনও জায়গা নেই। উন্নয়নের পাশে সকলের থাকা উচিত।’

Panchayat Election TMC Candidate: লোকের হাতে টাকা গুঁজে পায়ে হাত দিয়ে প্রণাম ! ভোট কিনছেন TMC প্রার্থী অভিযোগ বিজেপির
পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তারমধ্যে জেলায় জেলায় ধরা পড়েছে হিংসা ও হানাহানির ছবি। বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধ। সেখানে মথুরাপুরে ধরা পড়া ছবি নিঃসন্দেহে ইতিবাচক বলেই মত রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *