সৌদি আরবে বসে মিনাখাঁয় মনোনয়ন পেশের অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়ায়। আদালতে দায়ের হয় মামলা। গত ১০ জুন মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী হিসেবে মহরুদ্দিন গাজির মনোনয়ন জমা পড়ে। অভিযোগ ওঠে প্রার্থী নিজে এসে মনোনয়ন জমা দেননি। নিয়মভঙ্গের অভিযোগে আদালতে দায়ের হয় মামলা। কারণ- এ দেশের নির্বাচনী আইন অনুসারে প্রার্থীকে সশরীরে এসে মনোনয়ন জমা দিতে হয় এবং তা বাধ্যতামূলক। গত ২৪ জুন এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় এবং অভিবাসন থেকেও ওই ব্যক্তির বিদেশ যাতায়াতের তথ্য চেয়ে পাঠান।
সমস্ত বিষয়টি খতিয়ে দেখার পর জানা যায়, ৪ জুন হজের জন্য মক্কা রওনা হয়েছিলেন মহরুদ্দিন। অভিবাসন থেকে পাওয়া তথ্য বলছে, ১৬ জুন দেশে ফেরেন তিনি। সেক্ষেত্রে তিনি নিজে কীভাবে ১০ জুন তারিখে মনোনয়ন জমা দিলেন সেই নিয়ে প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে মনোনয়ন পত্র ও হলফনামায় তাঁর সই জাল করে জমা দেওয়ার অভিযোগ ওঠে। সরব হয় বিরোধীরা।
তথ্য প্রমাণ খতিয়ে দেখে মনোনয়নে জালিয়াতির বিষয়টি প্রতিষ্ঠিত হয়। এরপরই আদালত নির্বাচন কমিশনকে প্রার্থীর আবেদনপত্র খারিজ করার নির্দেশ দেন। সেই মতো বৃহস্পতিবার মহরুদ্দিন গাজির মনোনয়ন খারিজ করল কমিশন।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, মহরুউদ্দিন গাজী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসাবে সৌদি আরব থেকে প্রস্তাবকের মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছিলেন। সেসময় তিনি দেশেই ছিলেন না। তাই প্রার্থী পদের সমস্ত বিষয়বস্তু বাতিল করা হয়েছেনির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, মহরুউদ্দিন গাজী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসাবে সৌদি আরব থেকে প্রস্তাবকের মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছিলেন। সেসময় তিনি দেশেই ছিলেন না। তাই প্রার্থী পদের সমস্ত বিষয়বস্তু বাতিল করা হয়েছে

 
                     
                     WB Panchayat Election : সৌদি আরব থেকে মনোনয়ন কী ভাবে? ৩ দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ আদালতের
WB Panchayat Election : সৌদি আরব থেকে মনোনয়ন কী ভাবে? ৩ দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ আদালতের CPIM West Bengal : সময় পেরিয়ে গেলেও জোরপূর্বক CPIM প্রার্থীর মনোনয়ন তুলিয়ে দেওয়ার অভিযোগ, আউশগ্রামে কাঠগড়ায় TMC
CPIM West Bengal : সময় পেরিয়ে গেলেও জোরপূর্বক CPIM প্রার্থীর মনোনয়ন তুলিয়ে দেওয়ার অভিযোগ, আউশগ্রামে কাঠগড়ায় TMC Panchayat Election 2023 : মনোনয়ন পর্বে অভিযুক্ত বিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নির্বাচন কমিশনের
Panchayat Election 2023 : মনোনয়ন পর্বে অভিযুক্ত বিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নির্বাচন কমিশনের