West Bengal Election 2023: দলে জায়গা হবে না! ফের তৃণমূলে ৪৩‘নির্দল প্রার্থী’ বহিষ্কার – district president soumen kumar mohapatra expelled 43 trinamool workers from party election23


West Bengal Election 2023 : দলে থেকেও যখন নির্দল প্রার্থী হওয়া আটকানো যাচ্ছে না, তখন সেই নির্দল প্রার্থীদের সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই পথেই এবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার ৪৩ জন তৃণমূল নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করলেন জেলা সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। রাজ্য কমিটির নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার ৪৩ জন তৃণমূল নেতৃত্বদের বহিষ্কারের ঘোষনা করলেন তিনি, এমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার তমলুকে তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন কুমার মহাপাত্র।

West Bengal Election 2023 : নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে মনোনয়ন! হাওড়ায় ১০ কর্মীকে বহিষ্কার
সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘আসন্ন পঞ্চায়েত ভোটে দলে থেকে যারা নির্দল প্রার্থী হয়েছেন, তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য কমিটির নির্দেশ মতো দল থেকে বহিষ্কার করা হল। জেলার ১১ টি পঞ্চায়েত সমিতির মোট ৪৩ জনকে বহিষ্কার করা হল। যতক্ষণ না রাজ্য কমিটির নির্দেশ আসে ততক্ষণ পর্যন্ত তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন দলীয় পদে থাকা ৪৩ জনকে বহিষ্কার করা হয়েছে। দলে থেকে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে লড়াইয়ের ময়দানে নামায় দল তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

Panchayat Election 2023 : হাজারখানেক গোঁজে দুশ্চিন্তা বাড়ছে বঙ্গ বিজেপির ঘরেও
৪৩ জনের মধ্যে বেশি বহিষ্কার হওয়া পঞ্চায়েত সমিতিগুলি হলো নন্দকুমার, নন্দীগ্রাম ও কোলাঘাট’। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা করা থেকেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দেয়। টিকিট না পেয়ে অনেকেই নির্দল প্রার্থী হয়েছিলেন। দল তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বললেও অনেকেই তা করেননি।

WB Panchayat Nirbachan : নির্দল কাঁটা বিজেপিরও! চন্দ্রকোণায় ৩ প্রার্থীকে বহিষ্কার দলের
তাই রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় দলের পদে থেকে যারা নির্দল প্রার্থী হয়েছেন, তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। রাজ্য কমিটির নির্দেশ মতো বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের বহিষ্কৃত নেতা কর্মীদের তালিকা প্রকাশ করেন জেলা সভাপতি। পঞ্চায়েত ভোটে যাঁরা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাঁদের মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দেয় তৃণমূল নেতৃত্ব। সঙ্গে কড়া বার্তা দেওয়া হয়, ‘যাঁরা আমাদের এই অনুরোধে সাড়া দেবেন, তাঁদের পাশে আগামি দিনে থাকবে তৃণমূল কংগ্রেস।

Abhishek Banerjee : মতুয়া বলয়ে কাল অভিষেক, গোঁজ প্রার্থীদের শাস্তি জারি
কিন্তু যাঁরা আমাদের অনুরোধ উপেক্ষা করবেন, আগামি দিনে দলের দরজা তাঁদের সামনে চিরতরে বন্ধ থাকবে’। যদিও এই বহিষ্কারগুলিকে নাটক ছাড়া আর কিছু ভাবতে রাজি নন বিরোধীরা। তাঁদের মতে, তৃণমূল দলে যখন যে পারে ঢুকে যান, তাই এই বহিষ্কারের সিদ্ধান্ত লোক দেখানো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *