ওই এলাকারই প্রাক্তন সাংসদ এবং সর্বোপরি দেশের প্রাক্তন রাষ্ট্রপতির মূর্তি বিকৃত করায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে নেটিজেন পাড়াতেও। ঘটনার ছবি ছড়িয়ে পড়তে সামাজিক মাধ্যমেও সকলে প্রতিবাদ করতে শুরু করেছেন। দুস্কৃতীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বীরভূমের মিরাটির বাসিন্দা প্রণব মুখোপাধ্যায়কে ২০০৯ সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানোর অনুরোধ করে জিতিয়ে আনার দায়িত্ব নেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জীবনে প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে সংসদে পা রাখেন প্রণব মুখোপাধ্যায়। ২০১৪ সালে দ্বিতীয়বার ওই কেন্দ্র থেকেই নির্বাচিত হন। কিন্তু পাঁচ বছর সময়সীমার আগেই তিনি ভারতের রাষ্ট্রপতি পদে আসিন হন।
বাবার ছেড়ে যাওয়া আসনে নির্বাচিত হন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। জঙ্গিপুরে প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনও রয়েছে। জঙ্গিপুরের সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। মৃত্যুর পর রঘুনাথগঞ্জ হাসপাতালের সামনে প্রাক্তন রাষ্ট্রপতির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার রাতে সেই মুর্তির গায়ে ছেঁড়া গেঞ্জি পরিয়ে দিয়ে যায় দুস্কৃতীরা। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়।
পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচিনের আগে লজ্জার ঘটনায় প্রতিবাদে নেমেছে শাসক-বিরোধী সব দল। রাজনৈতিক মহলের বক্তব্য, প্রণব মুখোপাধ্যায় শুধু কংগ্রেস সাংসদ বা গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে পরিচিত নন। তিনি ভারতের সম্মানীয় প্রাক্তন রাষ্ট্রপতিও। যেই করুক, এই অসৎ উদ্দেশ্য অত্যন্ত লজ্জার। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা সকালে বিষয়টা লক্ষ্য করি। এরকম কাজ যে বা যারা করেছে খুব অন্যায় করেছে। এরকম সম্মানীয় একজন ব্যক্তির মূর্তির উপরে নোংরা কাপড় ফেলে দেওয়াটা অত্যন্ত কুরুচিকর।” অনেকে বলছেন, কোনও মত্ত বা উন্মাদ ব্যক্তির কাজ হতে পারে এটা। বিষয়টি জানাজানি হতেই থানায় খাবে দেওয়া হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 
                     
                     WB Panchayat Election : 'টাকা নিয়েছে, ৫০ হাজার লোক নিয়ে ঘেরাও করব', জেলা সভাপতিকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
WB Panchayat Election : 'টাকা নিয়েছে, ৫০ হাজার লোক নিয়ে ঘেরাও করব', জেলা সভাপতিকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের WB Panchayat Election 2023 : উইকেটের পালটা বাঁশ? পঞ্চায়েত ভোটের আগে ‘অন্য খেলা’-র ইঙ্গিত ডোমকলে
WB Panchayat Election 2023 : উইকেটের পালটা বাঁশ? পঞ্চায়েত ভোটের আগে ‘অন্য খেলা’-র ইঙ্গিত ডোমকলে Murshidabad Bomb Blast : মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির চাল! ব্যাপক আতঙ্ক এলাকায়
Murshidabad Bomb Blast : মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির চাল! ব্যাপক আতঙ্ক এলাকায়