দেবজ্যোতি কাহালি ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত ভোটের আগে ফের তৎপর রাজ্যপাল। হিংসাকবলিত কোচবিহারে সিভি আনন্দ বোস। আগামীকাল, শনিবার যেতে পারেন দিনহাটাতেও। সূত্রের খবর তেমনই।
পঞ্চায়েত ভোটে ঘোষণার পর থেকেই উত্তপ্ত দিনহাটা। ভোটে প্রচারে তখন কোচবিহারে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চলে ‘আক্রান্ত’ হন তৃণমূল নেতা সুনীল রায় ও দলের কর্মীরা। ব্যবধান ঘণ্টা দেড়েকের। ভেটাগুড়িরই সিঙ্গিজানি এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্মল বর্মন বাড়ি ও গাড়িতে ভাঙচুর চলে! অভিযোগের তির বিজেপির দিকে।
বিস্তারিত আসছে….