Akashvani FM Rainbow: সোনালি রামধনুর পথ চলায় ইতি, বন্ধ আকাশবাণীর এফ‌এম রেইনবো – akashvani fm rainbow kolkata will be merged with gitanjali and news


ইতিহাসের পাতায় আকাশবাণী কলকাতার আরও এক ঐতিহ্য। পয়লা জুলাই থেকে বড়সড় পরিবর্তন হতে চলেছে আকাশবাণী কলকাতায়। বদলাচ্ছে রেডিওর অনুষ্ঠান সম্প্রচার সূচির। ৩০ জুন রাত বারোটার পর থেকে স্বকীয় পরিচয় হারাতে চলেছে FM রেনবো। ১০৭ মেগাহার্টজে মিশে যাচ্ছে আকাশবাণীর একাধিক অনুষ্ঠানের শাখা। ১০৭ মেগাহার্টজ বেতার তরঙ্গ এবার আর থাকছে FM রেনবো-এর।

বেসরকারি এফএম চ্যানেলের পর এবার অস্থিত্ব হারাল সরকারি এফএম চ্যানেলও। আকাশবাণী সূত্রে জানা গিয়েছে, সরকারি এফএম চ্যানেল FM রেনবো মিশে যাচ্ছে গীতাঞ্জলির সঙ্গে। পয়লা জুলাই শনিবার থেকে আলাদা করে FM রেনবোর আর কোনও অস্তিত্ব থাকছে না। ১০৭ মেগাহার্টজে এবার এফ রেনবোর অনুষ্ঠানের সঙ্গে সংবাদ সহ গীতাঞ্জলির বাকি অনুষ্ঠান শোনা যাবে। FM রেনবোর প্রতি ঘণ্টার হেডলাইনও জুলাইয়ের প্রথমদিন থেকে বন্ধ। তবে পয়লা জুলাই ১০৭ মেগাহার্টজের নাম সরকারিভাবে পালটাচ্ছে কিনা সে সম্পর্কে স্পষ্ট তথ্য এখনও মেলেনি।

National Geographic Magazine: শেষ কয়েকজনকেও ছাঁটাই, বন্ধ হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক!

FM রেনবো-এর স্বকীয় পরিচিতির সমাপ্তিতে মনখারাপ রেডিও-এর একনিষ্ঠ শ্রোতাদের। গত কয়েকবছরে একাধিক বেসরকারি এফএম চ্যানেলে ঝাঁপ পড়েছে। একনিষ্ঠভাবে বাংলা ভাষায় গান শুনিয়েও অস্থিত্ব রক্ষা করতে পারেনি আমার এফএম। দু বছর আগেই বাংলার বুকেই পথ চলা বন্ধ হয়েছে এই জনপ্রিয় বাংলা রেডিয়ো স্টেশনের। সেই পথেই ঝাঁপ পড়েছে পাওয়ার এফএম-এর। এবার অস্থিত্ব মুছল সরকারি এফএম চ্যানেল রেনবো-এর।

The Kapil Sharma Show: ‘এখানেই ইতি…’ শেষদিনের শ্যুটিংয়ের ফাঁকে স্মৃতি রোমন্থন টিম কপিল শর্মার

অন্যদিকে, আকাশবাণী সূত্রে খবর, পয়লা জুলাই থেকে অনুষ্ঠানসূচিতেও আসছে বদল। এবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত ৮ টা ১০ এর ক্রীড়া সংবাদ শোনা যাবে শনিবার থেকে। FM গোল্ড, সঞ্চয়িতা ও মৈত্রী প্রচার তরঙ্গে শুনতে পাওয়া যাবে রাত দশটার খবর। এছাড়া প্রতি মঙ্গলবার রাত আটটায় এখন থেকে শোনা যাবে ‘খবরের আয়নায়’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *