Hooghly News : চুঁচুড়ায় দেড় লাখ টাকায় শিশু বিক্রি! ৪ ঘণ্টার মধ্যে ফিল্মি কায়দায় উদ্ধার করল পুলিশ


ঠিক যেন সিনেমা। দের লাখ টাকায় বিক্রি করা হল ৬ মাসের শিশুকে। অভিযোগ দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে উদ্ধার করা হল শিশুটিকে। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ মহিলা-সহ মোট ৫ জনকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

MBBS Student : বাড়িতেই রমরমিয়ে গাঁজা চাষ হবু চিকিৎসকদের! কর্ণাটকে শ্রীঘরে ৩ যুবক
জানা গিয়েছে, চুঁচুড়া বড়বাজার এলাকায় বাসিন্দা পিঙ্কি গুপ্তার বাড়িতে গতকাল দুপুরে জন্মদিনের পার্টি ছিল। পিঙ্কির পাতানো দিদি হুগলির কপিডাঙার বাসিন্দা মামন ওড়াও ও তাঁর স্বামী ভিম ওড়াও তাঁদের ৬ মাসের সন্তানকে নিয়ে সেই পার্টিতে যান। সেখানে মদ্যাপান হয়। এরপর পার্টি শেষে বাড়ি ফিরে যান ভীম। ছেলেকে নিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন মামন। ঘুম ভাঙার পর আর নিজের ছেলেকে দেখতে পাননি তিনি। জিজ্ঞাসা করতে পিঙ্কি জানায়, ভীম ছেলেকে নিয়ে গিয়েছেন। কিন্তু ভীমকে জিজ্ঞাসা করে জানা যায় তিনি ছেলেকে নিয়ে আসেননি।

Delhi Crime News : প্রতিবেশী বৃদ্ধের লালসার শিকার কিশোরী, নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
এরপরেই চুঁচুড়া থানার দ্বারস্থ হন মামন ওড়াও। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। চুঁচুড়া থানার আইসি-র নেতৃত্বে একটি দল গঠন করে তদন্ত শুরু হয়। প্রথমেই কপিডাঙার বাড়ি থেকে ভীম ওরাওকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেও ভীম জানান তিনি তাঁর ছেলেকে নিয়ে যাননি। এরপরেই পিঙ্কি ও তার বাড়িতে যারা সেসময় উপস্থিত ছিল তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু তারা শিশু কোথায় আছে জানে না বলেই দাবি করে।

Barasat Murder : যত কাণ্ড বারাসতে! মদ খাওয়ার প্রতিবাদ করায় ভাইপোর অণ্ডকোষে ছুরি গুণধর জেঠুর
অন্যদিকে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। বড়বাজার ও জোরাঘাট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায় একটি স্কুটারে করে শিশুটিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই ভেঙে পরে পিঙ্কি। অপরাধ স্বীকার করে। পিঙ্কি জানায়, দের লাখ টাকায় শিশুটিকে বিক্রি করা হয়েছে চন্দননগররের বাসিন্দা রমেন দেবনাথের কাছে। টাকার ভাগ পায় পিঙ্কি ও তার সঙ্গীরা। শিশুটিকে প্রথমে স্কুটারে চাপিয়ে নিয়ে যেতে সাহায্য করে পিঙ্কির নাবালক ছেলে। পরে অটো করে চন্দননগর বিবিটহাটে রমেনের বাড়ি পৌঁছ দেওয়া হয়। এরপর চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্ব একটি টিম চন্দননগরে অভিযান চালায়। রমেনের বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

Lottery : লটারির নাম করে আর্থিক তছরুপের অভিযোগ! গ্রেফতার মূল মাথা
ঘটনায় রমেন দেবনাথ, পিঙ্কি গুপ্তা, সঙ্গীতা বিশ্বাস, বেবি অধিকারী ও কাকলি চক্রবর্তী নামে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই শিশু বিক্রি চক্রে আরও কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *