এদিন সকাল থেকেই হাওড়া জেলায় অনুভূত হচ্ছে গরম। বৃহস্পতিবার থেকেই কমে গিয়েছে বৃষ্টির তোড়। মাঝেসাজেই মেঘলা আকাশে দু-এক ফোঁটা বৃষ্টি ক্ষণিকের স্বস্তি ধরে রেখেছিল। কিন্তু এদিন সকাল থেকে চড়া রোদ ওঠে জেলায়। তবে মাঝে মাঝেই মেঘ সূর্যের মুখ ঢাকলেও বৃষ্টির দেখা মেলেনি। তবে বাতাসে বাড়ছে আর্দ্রতার পরিমাণ।
শুক্রবার আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের পর হাওড়া জেলায় মাঝারি থেকে স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু হাওড়া নয়, কলকাতা সহ দুই মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে দু-এক পশলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সঙ্গে বাজ পড়ারও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে এদিন দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ২ থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। হাওড়া জেলায় শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। এদিন কলকাতা, আলিপুর ও সল্টলেক এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।