KLO Jiban Singha : ‘দিদি আমার জাতি-মাটির শত্রু’, ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীকে তোপ KLO প্রধানের – klo chief prakash jiban singha directly attacked chief minister mamata banerjee in a video message


Cooch Behar News : বেশ কয়েকমাস অন্তরালে থাকার পর পঞ্চায়েত নির্বাচনের আগে খোলস ছেড়ে বেরোলেন KLO প্রধান জীবন সিংহ। আর বেরিয়েই ভিডিয়ো বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কোচ, রাজবংশীদের শত্রু’। পঞ্চায়েত নির্বাচনের আগে মায়ানমারের গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তা দিয়েছেন KLO সুপ্রিমো জীবন সিংহ। সেই ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘নির্বাচন চলছে। কলকাতা থেকে নেতারা এসে আমাদের জাতির মানুষদের মন ভোলানোর চেষ্টা করছেন।

Nisith Pramanik : ‘আমি যদি গুণ্ডা হই! তাহলে উনি গুণ্ডার পিসি’, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ নিশীথের
ওরা আমাদের জাতি মাটির শত্রু। ডাঃ বিধান চন্দ্র রায় ছলে বলে কৌশলে কোচবিহারকে কলকাতার সঙ্গে যুক্ত করেছেন। কংগ্রেসের কারনে আমাদের এখানাকার মাটি অসম, বিহার ও পশ্চিমবঙ্গে বিভক্ত হয়েছে। পরে বাম আমলে আমাদের লোকদের মারধর করা হয়েছে। আমাদের জায়গা জমি কেড়ে নিয়েছে। আর তৃণমূল আমাদের সর্বনাশ করছে’।

Mamata Banerjee : বর্ডার টপকে দুষ্কৃতীরা ঢুকে খুন করেছে, কড়া পদক্ষেপ নেব: মমতা
এরপরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমরা দেখছি মমতা দিদি আমাদের আলাদা রাজ্যের বিপক্ষে। TMC আমাদের মানুষজনের ওপর সন্ত্রাস চালাচ্ছে। আমাদের মানুষদের হত্যা করছে। এই সরকারের আমলে আমাদের মানুষদের মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। মমতা দিদি আমার জাতি, মাটির শত্রু।

Sukanta Majumdar : ‘পশ্চিমবঙ্গকে এই রাহু থেকে উদ্ধার করুন’, নাম না করে তৃণমূলকে কটাক্ষ সুকান্তর
কোচ – রাজবংশী উন্নয়নের বিরোধী। মমতা দিদি বোঝেন না কোচ রাজবংশী জনগনের দুঃখ দুর্দশার কথা। মমতা দিদি বোঝেন না জন বার্লা, মালতি রাভা, শঙ্কর ঘোষ, বিষ্ণু প্রসাদ শর্মার মুখের ভাষা। মমতা দিদি কোচ রাজবংশী মানুষের আশা আকাঙ্ক্ষায় জল ঢেলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রক্ত দেব, তবুও বাংলা ভাগ হতে দেব না।

Panchayat Election in West Bengal : কোচবিহারে গ্রেফতার BJP-র জেলা পরিষদের প্রার্থী, প্রতিবাদে ধরনায় বিধায়করা
রাজ্য ভাগ হতে দেব না। উনি চান না আমরা ভালো ভাবে স্বাধীন হয়ে বাঁচি’। তাৎপর্যপূর্ণভাবে তাঁর মুখে এসেছে নিশীথ প্রামাণিকের কথাও। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে মারার চেষ্টা করছে কলকাতা কেন্দ্রীক সরকার’। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গ্রেটার কোচবিহারের জন্য জীবন দিয়ে দেব এবং কলকাতা কেন্দ্রীক সরকারকে উৎখাত করব’। এদিকে, গোটা বিষয়টি নিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে BJP-র লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছেন জীবন সিংহ।

Suvendu Adhikari Deadline Theory: ‘৩ মাসের মধ্যে বিদায় দেব চোরেদের সরকারকে…’, TMC-কে আক্রমণ করে ফের ডেডলাইন তত্ত্ব শুভেন্দুর
তাঁর মুখে একের পর এক BJP নেতা মন্ত্রীদের নাম শোনা যাচ্ছে’। অপরদিকে BJP-র কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘জীবন সিংহ ভারতীয় জনতা পার্টির কেউ নন। কাজেই উনি কি মন্তব্য করবেন সেটা ওনার ব্যাপার। এখানে আমাদের দলের কোনও কিছু বলার নেই’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *