Kolkata Metro News : বউবাজারে ফের বিপর্যয়, আবারও ফাটল! খালি করা হল বাড়ি


কলকাতার বউবাজারে ফের ফিরল আতঙ্ক? আবারও একাধিক বাড়িতে দেখা গেল ফাটল। সূত্রের খবর, শুক্রবার 6B দুর্গা পিতুরি লেনে একটি বাড়িতে দেখা গিয়েছে ফাটল।

যদিও এই প্রসঙ্গে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, এই বাড়ি আগে থেকেই খালি ছিল। এদিকে বর্ষার জন্য কোনও কারণে বাড়িটি আরও দুর্বল হয়ে পড়ে। সেই কারণে খসে পড়ে কার্নিশের একাংশ। অর্থাৎ নতুন করে আতঙ্কের কোনও প্রশ্ন নেই বলে জানা গিয়েছে।

Kolkata Metro : মেট্রোর কাজের জন্য মনোহরদাস তড়াগ হবে সাময়িক জলশূন্য
উল্লেখ্য, বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে। ২০১৯ সালে সেখানে একাধিক বাড়িতে ফাটল ধরেছিল। বাড়িছাড়া হতে হয় বহু বাসিন্দাদের। সেই আতঙ্ক আজও সাধারণ মানুষের মনে তাজা।

২০১৯ সালের ৩১ অগাস্ট বউবাজারে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা যাওয়ার জন্য কেএমআরসিএল-এর ইস্ট-ওয়েস্ট প্রকল্পের গতি ধাক্কা খেয়েছিলেন এই বউবাজারে। টানেল বোয়িং মেশিন দিয়ে সুড়ঙ্গ কাটার সময় বিপত্তি ঘটে। বউবাজারের দুর্গা পিতুরি লেন এবং স্যাকরাপাড়া লেনের ৭৪টি বাড়িতে প্রভাব পড়ে। কোনওরকম ঝুঁকি না নিয়ে সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

India Monsoon 2023 : বর্ষা খেয়ে নিল এল নিনো! জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে গরমের ‘খেলা হবে’
এই ঘটনার তিন বছর পর ২০২২ সালের মে মাসে ফের একবার মেট্রোর কাজ চলাকালীন বিপত্তি দেখা গিয়েছিল। এই ঘটনার তিন বছর পর ২০২২ সালের মে মাসে ফের একবার মেট্রোর কাজ চলাকালীন বিপত্তি দেখা গিয়েছিল। কিছু বাড়িতে নতুন করে ফাটল দেখা গিয়েছিল।

দুর্গা পিতুরি লেনের এক বাসিন্দা শুক্রবার এই সময় ডিজিটাল-কে জানান, “আসলে আমরা সিঁদুরে মেঘ দেখলেও ভয় পাই। এর আগে ভিটে ছাড়ার সেই ক্ষত, আপনজনদের রাতারাতি ঘর ছেড়ে রাস্তায় নামার সেই দৃশ্য আমরা আজও ভুলতে পারিনি। কার্নিশ ভেঙে পড়ার খবর শুনেই তাই এলাকাবাসীর অনেকের বুক কেঁপে উঠেছিল।”

Kolkata Traffic Updates Today : শহরে আজ মিটিং-মিছিল! কোন রাস্তা ধরবেন? জানুন ট্রাফিক আপডেট

স্মৃতি হাঁতড়ে তিনি বলেন, “আমাদের প্রতিবেশী একটি পরিবারকে রাতারাতি জামাকাপড়, বিগ্রহ সমেত রাস্তায় নামতে দেখেছিলাম। এখনও সামান্য বাড়িতে আওয়াজ হলেও বুকটা ছ্যাঁত করে ওঠে।”

কোথায় যাবেন কী করবেন দিশেহারা বউবাজার

উল্লেখ্য, ২০১৯ সালে একাধিক পরিবারকে অস্থায়ীভাবে সরানো হয়েছিল। গোটা এলাকাটি আদৌ কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখেছিলেন বিশেষজ্ঞরা। প্রায় ৪০০ জন মানুষকে সাময়িকভাবে গৃহহীন হতে হয় রাতারাতি। এলাকায় নেমে এসেছিল গভীর অন্ধকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *