Nishith Pramanik : কনভয়ে হামলার জের! এবার Z+ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন নিশীথ প্রামাণিক – central minister nisith pramanik got z plus security before panchayat election23


Panchayat Election 2023 : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয় হামলার জের। ভোটের মুখে তাঁকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে তাঁর এই নিরাপত্তা বাড়ানো হল বলে জানা গিয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কোনও মন্তব্য করতে চাননি।

তবে BJP বিধায়ক মিহির গোস্বামী বলেছেন, ‘মন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।’ BJP-তে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয় নিশীথ প্রামাণিককে। পরবর্তীতে সাংসদ ও মন্ত্রী হওয়ার পর তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হয়।

West Bengal Panchayat Election : দিনহাটায় ভোররাতে গুলিতে নিহত TMC কর্মী, তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের
কিন্তু গত কয়েকমাসে তার ওপর একাধিক হামলার অভিযোগ ওঠে। গত ২৫ ফেব্রুয়ারী দিনহাটার বুড়িরহাটে আক্রান্ত কর্মীর বাড়িতে যাওয়ার পথে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চলে গুলি৷ বোমাও ফাটে৷ পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে।

ওইদিন কেন্দ্রীয় মন্ত্রী নিজে অভিযোগ করেছিলেন, তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। পরবর্তীতে পঞ্চায়েত ভোটের স্ক্রুটিনির দিন দিনহাটার সাহেবগঞ্জে তাঁর কনভয় লক্ষ্য করে তির ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। একের পর এক এই ধরণের ঘটনা ঘটে চলায় গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।

WB Panchayat Nisith Pramanik: ‘গীতালদহের মৃত তৃণমূল কর্মী আসলে বাংলাদেশি, আন্তর্জাতিক অপরাধী…!’ সাংবাদিক বৈঠকে আক্রমণ নিশীথ প্রমাণিকের
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পাশাপাশি জেলার ৫ BJP বিধায়কের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। কোচবিহারে পঞ্চায়েত নির্বাচন এবার BJP সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। তাই পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই উত্তপ্ত রয়েছে কোচবিহার। মার পালটা মারের রাজনীতি চলছেই।

প্রসঙ্গত উল্লেখ্য, নিশীথ আগে তৃণমূলের যুব নেতা ছিলেন। যুব নেতা থাকার সময় থেকেই তৃণমূলের প্রবীণ নেতাদের সঙ্গে তাঁর ঝগড়া ছিল সকলের জানা। ফলে তাঁর ওপর অনেকের পুরনো রাগ রয়ে গিয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। সেই কারণেই সম্প্রতি একাধিক ঘটনায় তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ হয়েছে। তবে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্যই নিশীথের নিরাপত্তার বহর বাড়ানো হচ্ছে বলে মত তৃণমূলের অনেকেরই।

Coochbehar Panchayat Election : মমতার সভার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কোচবিহারে গুলি, নিহত তৃণমূল কর্মী
যদিও নিশীথকে খুনের চেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, ‘ওনাকে কে মারবে! কোথাও কোনও খারাপ কাজ করেছেন বলে ভয় পাচ্ছেন কিনা জানি না। হতে পারে রাজনৈতিক ওজন বাড়ানোর জন্য এসব ছল চাতুরি করছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *