Panchayat Election 2023 : নন্দীগ্রামের পর ময়না, ভোটের আগে ফের OC বদল পূর্ব মেদিনীপুরে! জোর চর্চা – change of moyna police station oc before panchayat election 2023


Moyna Police Station : পঞ্চায়েত ভোটের আগে যেমন রাজনৈতিক দলবদল দেখছেন রাজ্যবাসী। ঠিক তেমনি দেখা যাচ্ছে ‘পুলিশ বদল’। মাত্র একদিন আগেই হঠাৎ বদলি করে দেওয়া হয়েছিল নন্দীগ্রাম থানার IC কে। আর সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের এক পুলিশ আধিকারিককে বদল করে দেওয়া হল।

এবারের থানা ময়না। এবারেও কারণ দেখানো হয়েছে ‘শারীরিক অসুস্থতা’। নন্দীগ্রামের পর এবার ময়না থানার OC-কে বদল করে দেওয়া হয়েছে। ময়না থানার OC কৃষ্ণেন্দু প্রধান ‘শারীরিক অসুস্থতা’র কারণ দেখিয়ে ছুটিতে গিয়েছেন।

Nandigram : ভোটের আগে হঠাৎ নন্দীগ্রামের IC বদল! ‘কোনও লাভ হবে না’, সাফ কথা শুভেন্দুর
সূত্র মারফৎ জানা গিয়েছে, এই ছুটি অনির্দিষ্টকালের। কবে তিনি আবার ডিউটিতে ফিরবেন, সেই বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। এদিকে, ময়না থানার অস্থায়ী দায়িত্বে এসেছেন কোলাঘাট থানার OC মাহেবুল ইসলাম।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজনৈতিকভাবে একটি অন্যতম স্পর্শকাতর এলাকা ময়না। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনটি BJP তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই ওই এলাকায় লাগাতার অশান্তির আগুন জ্বলেছে। এমনকি এই দুই বছরে বেশ কিছু খুনও হয়ে গিয়েছে ময়নায়। প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার।

West Bengal Election 2023 : আজ থেকে রাজ্যে শুরু টহলদারি, আসছে আরও ফোর্স
সাধারণ মানুষ লাগাতার এই রাজনৈতিক সংঘর্ষে তটস্থ হয়ে রয়েছেন। তার ওপর আবার শিয়রে পঞ্চায়েত ভোট। এই আবহে রাজনৈতিক মারামারি বেড়েছে আরোই। আর এই পরিপ্রেক্ষিতেই হঠাৎ করে OC বদলকে নিছকই ‘শারীরিক অসুস্থতা’ মানতে রাজি নয় জেলার রাজনৈতিক মহল।

উল্লেখ্য, একদিন আগেই এই ‘শারীরিক অসুস্থতা’র কারণ দেখিয়েই ছুটিতে পাঠানো হয়েছিল নন্দীগ্রাম থানার IC সুমন রায়চৌধুরীকে। সেই কারণ দেখিয়ে কাশীনাথ চৌধুরীকে ওই থানার IC-র দায়িত্ব নিতে বলা হয়। নন্দীগ্রাম বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। পঞ্চায়েত ভোটের কয়েক দিন আগেই সেখানকার IC বদল নিয়ে শুরু হয় জোর চর্চা।

Suvendu Adhikari Deadline Theory: ‘৩ মাসের মধ্যে বিদায় দেব চোরেদের সরকারকে…’, TMC-কে আক্রমণ করে ফের ডেডলাইন তত্ত্ব শুভেন্দুর
নন্দীগ্রাম থানায় নতুন IC প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘IC-কে এখন বদলাতে পারবে না। তাই ছুটিতে যেতে বলেছে।’ IC-কে তৃণমূলের ক্যাডার বলেও উল্লেখ করেন শুভেন্দু। শুধু এই ঘটনাই নয়, গত কয়েক মাস আগে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের ঠিক কয়েকদিন আগেই মুর্শিদাবাদের সাগরদিঘি থানার OC-কে বদলি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

শুধু তাই নয়, বলা হয়েছিল উপ নির্বাচন চলাকালীন সাগরদিঘির বদলি হওয়া ওই OC -কে নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত কোনও কাজে নিয়োগ করা যাবে না। আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে ময়না থানার আধিকারিক বদল। এই নিয়েও উত্তেজনার পারদ চড়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *