Panchayat Election 2023 : ফের দলবদলের পালা কাকদ্বীপে! BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ ৬০ পরিবারের – 60 families left bjp and joined trinamool congress in kakdwip election 23


West Bengal Election 2023 : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে দলবদল। একের পর এক জায়গায় হয় শাসক, নাহলে বিরোধীদের ঘর ভাঙছে। এবার এই দলবদলের ঢেউ এসে পড়ল রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্ত কাকদ্বীপে। পঞ্চায়েত নির্বাচনের আগে BJP-তে বড়সড় ভাঙন ধরল এখানে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ৬০টি পরিবার। জানা গিয়েছে, কাকদ্বীপ বিধানসভার রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের মাইতির চক এলাকায় BJP ছেড়ে শুক্রবার কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন ওই পরিবারের সদস্যরা।

Panchayat Election 2023 : ফের দলবদল পশ্চিম বর্ধমানে, একঝাঁক কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগ BJP নেত্রীর
পাশাপাশি যোগদানকারী BJP-র কর্মী সমর্থকরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন তাঁরা। BJP ছেড়ে তৃণমূলে গিয়েছেন কিষাণ মোর্চার সম্পাদক আনন্দ সাঁতরা। এদিন তিনি বলেন, ‘রাজ্যের জন্য প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম উন্নয়ন রাজ্যের ইতিহাসে হয়নি।

Panchayat Election 2023 : ফের দলবদলের পালা! CPIM-তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান ৫০ পরিবারের
এতদিন ভুল বুঝে ভুল দলে ছিলাম। এখন তৃণমূলে যোগ দিয়ে সঠিক কাজ করলাম। আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলকে আমার এলাকায় জেতাতে প্রাণপাত করে দেব’। এছাড়াও BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন যুব মোর্চার সম্পাদক শ্যামল দাস। তিনি বলেন, ‘BJP করতাম একটা আদর্শ নিয়ে। কিন্তু এখন দেখছি সেই আদর্শ থেকে সরে এসেছে দল।

Dilip Ghosh : দিলীপের হাত ধরেই ‘ফুল বদল’ নারায়নগড়ে! তৃণমূল ছেড়ে BJP-তে যোগ ৫০ কর্মীর
BJP তে এখন ব্যাপকভাবে স্বজনপোষণ বেড়ে গিয়েছে। ওই দলে আর থাকা যাচ্ছিল না। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সর্বস্তরের মানুষের জন্য যথেষ্ট উন্নয়ন করেছেন, আমাদের আশা আরও উন্নয়ন হবে। সেই কারণেই উন্নয়নের অংশীদার হতে তৃণমূলে যোগদান করলাম’।

Panchayat Election 2023 : ‘তৃণমূল কর্মীরা মানুষের পাশে… BJP হাইকোর্টে!’ আক্রমণ ইন্দ্রনীলের
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা বলেন, ‘কাকদ্বীপ এলাকায় BJP-র কোনও সংগঠন, কোনও অস্তিত্বই নেই। এই মানুষগুলো এতদিন ভুল পথে চালিত হচ্ছিলেন। তাঁদের বাড়িতে কোনও উন্নয়ন পৌঁছয়নি। সেই কারণেই তাঁরা উন্নয়নের অংশীদার হতে আমাদের দলে এলেন।

Panchayat Election in West Bengal : কোচবিহারে গ্রেফতার BJP-র জেলা পরিষদের প্রার্থী, প্রতিবাদে ধরনায় বিধায়করা
ধীরে ধীরে সব বিরোধী দলের কর্মী সমর্থকরাই আমাদের ছাতার তলায় আসবেন। পঞ্চায়েত ভোটের পর কাকদ্বীপে দূরবীন দিয়েও বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না’। যদিও BJP নেতৃত্বের মতে, ওই পরিবারগুলিকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়া করানো হয়েছে। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই ওই পরিবারগুলিকে হুমকি দেওয়া হত। সেই কারণেই তাঁরা আতঙ্কিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *