Panchayat Election 2023 : হয়নি রাস্তা, জমা জলে ধান রোপণ করে অভিনব প্রতিবাদ পূর্ব বর্ধমানে – east bardhaman villagers protest for bad road condition before panchayat election23


Purba Bardhaman News : গ্রামের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত, BDO থেকে বিধায়ক সকলকে জানিয়েও হয়নি কোনও সুরাহা। প্রতিবাদে ‘রাস্তা নেই, ভোট নেই’ প্ল্যাকার্ড হাতে রাস্তার জমা জলে জাল ফেলে ও ধান রোপন করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগাছিয়া ১ গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর ডাকিনী পাড়ার ঘটনা।

স্থানীয় বাসিন্দা সনাতন হেমব্রম, শামিম মণ্ডল, শেখ সামাদ আলিদের অভিযোগ, শ্রীধরপুর ডাকিনী পাড়ার তালতলা থেকে কবরস্থান পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কাদা ও জল জমায় একেবারে চলাচলের অযোগ্য ওই রাস্তা। এমনকি আপৎকালীন অবস্থার সময় অ্যাম্বুল্যান্সও গ্রামে ঢুকতে চায় না বলে অভিযোগ।

WB Panchayat Election : ‘আগে কাজ, পরে ভোট!’ প্রচার নিষিদ্ধ করে রুখে দাঁড়াল গোটা গ্রাম
সুরাহার জন্য পঞ্চায়েত অফিস, BDO অফিস এমনকি বিধায়ককে জানানো হলেও প্রতিশ্রুতি মিলছে, কিন্তু কাজ হচ্ছে না। বর্ষার প্রাক্কালেই রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে তাই গ্রামবাসীরা চাইছেন আগে রাস্তা হোক পরে ভোট দেবেন। রাস্তা না হলে ভোটও তাঁরা দেবেন না।

শ্রীধরপুর ডাকিনী পাড়া ও তৎসংলগ্ন এলাকার প্রায় ১০০০-এর কাছাকাছি পরিবার এই রাস্তার উপর নির্ভরশীল বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা সনাতন হেমব্রম বলেন, ‘এই রাস্তায় চলাচল করতে গিয়ে সবসময় বিপদের আশঙ্কা থাকে। এতদিন যখন রাস্তা হয়নি, তাই এবার আমরা কাউকেই ভোট দেব না।’

Panchayat Election 2023 : নেই রাস্তা-পানীয় জলের ব্যবস্থা! ভোটের আগে ক্ষোভ বাঁকুড়ার গ্রামে
সাতগাছিয়া ১ নং পঞ্চায়েতের প্রধান মুকুল সাহা বলেছেন, ‘ডাকিনী পাড়া তৃণমূলের আঁতুড়ঘর। তাই ওখানে বিরোধীরা চক্রান্ত করছেন। তবে অ্যাকশন প্ল্যানে রাস্তাটি ধরা আছে। টাকা ঢুকলেই কাজ শুরু হবে।’ এদিকে, পঞ্চায়েত ভোটের সময় গ্রাম্য রাস্তার এই বেহাল চিত্র উঠে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

BJP-র বর্ধমান জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র কটাক্ষ করে বলেন, ‘আসলে গ্রাম বাংলায় তৃণমূল নেতাদের উন্নয়ন হলেও গ্রামের বা গ্রামবাসীদের কোনও উন্নয়ন হয়নি। ২০ বছর ধরে ওই রাস্তা খারাপ। রাস্তায় মাছ চাষ করার মতো পরিস্থিতি আছে। ভাবা যায়! আমারা ধিক্কার জানাচ্ছি। মানুষকে এবার বুঝতে হবে এতদিন তৃণমূলকে ভোট দিয়ে কি ভুল করেছেন।’

Birbhum Panchayat Election : প্রচারে গিয়েও জনরোষের মুখে শতাব্দী, আবাস-জল নিয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা
পালটা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, ‘পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে দ্রুত রাস্তাটি হয়ে যাবে। কিছু জায়গায় সমস্যা অবশ্যই আছে। তবে বাংলায় রাস্তার যা উন্নয়ন হয়েছে গোটা দেশের কোথাও হয়নি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *