সুষ্ঠুভাবে পুরুলিয়া জেলায় নির্বাচন হলে BJP জিতবে এবং তৃণমূল কংগ্রেস বসে বসে দেখবে। পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে’। একইসঙ্গে বর্তমানে রাজ্যের ভয়ঙ্কর অবস্থা চলছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘এসএসসি পরীক্ষা হচ্ছে না , স্কুলগুলি শেষ করে দেওয়া হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়গুলি ধরা হচ্ছে।
পিসির পোষা ভিসি দের বিশ্ববিদ্যালয়গুলিতে বসানো হচ্ছে। চূড়ান্ত অরাজকতা তৈরি করা হয়েছে চারিদিকে’। নির্বাচনী প্রচারে শুক্রবার পুরুলিয়ায় আসেন BJP-র রাজ্য সভাপতি। এদিন এখানে এসেই পুরুলিয়া জেলা পরিষদ দখল সহ অধিকাংশ গ্রাম পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতে জয় পাওয়ার দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আজ পুরুলিয়ার পুঞ্চায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন তিনি। এদিন সকালে হাওড়া – চক্রধরপুর ট্রেনে পুরুলিয়ায় আসেন সুকান্ত মজুমদার। পুরুলিয়া স্টেশনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সম্প্রতি পুরুলিয়ার দুই আধিকারিকের বদলি এবং ডবল ব্যালট পেপার ছাপানোর অভিযোগ প্রসঙ্গে এদিন জেলা পুলিশ প্রশাসনকে একহাত নেন তিনি।
সুকান্ত বাবু বলেন, ‘ব্যালট ছাপার পর তার টেমপ্লেট ধ্বংস করে দেওয়ার নিয়ম থাকলেও তা থানার IC-দের কাছে নিয়ম বহির্ভূত ভাবে রেখে দেওয়া হচ্ছে। সব খবর আমাদের কাছে আছে। আমরা সব দিকেই নজর রাখছি। পুলিশকে বলব, দলদাস হয়ে কাজ না করে নিরপেক্ষভাবে নিজেদের কাজ করুন’। জেলা পুলিশ সুপারের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সুষ্ঠু এবং অবাধ ভোট হলে পুরুলিয়া জেলা পরিষদ দখল সহ পঞ্চায়েতে খুব ভালো ফল করবে BJP বলে আশাবাদী রাজ্য সভাপতি। সেই সঙ্গে পুরুলিয়া জেলার কুড়মি ভোটও BJP-র সঙ্গে রয়েছে বলে দাবি করেন BJP-র রাজ্য সভাপতি।
বলেন, ‘কুড়মি সম্প্রদায়কে নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা কি ধরনের মন্তব্য করেছেন, তা গোটা রাজ্য দেখেছে। এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলকে কুড়মিরা পুরোপুরি প্রত্যাখ্যান করবেন’।