Suvendu Adhikari : পঞ্চায়েতে ভোটের প্রচারে বিজেপিতে এগিয়ে শুভেন্দু – suvendu adhikari has become the main face of bjp leaders to complete the panchayat election 23


এই সময়: পঞ্চায়েত ভোটের প্রচার করতে সাত জেলায় ছুটবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই কাজে বিধানসভার বিরোধী দলনেতা যাবেন নয় জেলায়। নির্বাচনী প্রচারে বিজেপি নেতাদের সভা বিন্যাসের ধরন দেখে দিল্লির চোখে কোন নেতার কত ওজন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। বুধবার থেকেই বঙ্গ-বিজেপির তাবড় নেতারা নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন।

পঞ্চায়েতে ভোট প্রচারের জন্য যে তালিকা দিল্লি থেকে রাজ্য বিজেপি দপ্তরে পাঠানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে শুভেন্দুকে গোটা রাজ্যেই ঘুরিয়ে-ফিরিয়ে জনসভা করতে বলা হয়েছে। গত বিধানসভা ভোটের নিরিখে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভালো ফলের আশা করছে বিজেপি। এই সব জেলাতেই আগামী দশদিনে শুভেন্দু অন্তত একটি করে বড় জনসভা করবেন বলে জানা গিয়েছে। এ

WB Panchayat Nirbachan : জেলা BJP সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে ‘রাম ঠ্যাঙানি’ বিজেপি কর্মীদের! রায়দিঘিতে শোরগোল
ছাড়া নিজের জেলা পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত ভোটের প্রচারের ভার পুরোপুরি নিজের কাঁধেই রেখেছেন তিনি। সুকান্তকে পুরুলিয়া, নদিয়ার মতো দক্ষিণবঙ্গের কিছু জেলায় সভা করতে পাঠানো হলেও মূলত তাঁকে আটকে রাখা হয়েছে উত্তরবঙ্গেই। সুকান্ত-শুভেন্দুর বাইরে বিজেপির আর এক শীর্ষ নেতা দিলীপ ঘোষকে দিয়েও পঞ্চায়েত ভোটে বেশ কিছু বড় সভা করানোর সিদ্ধান্ত নিয়েছে দল। নিজের জেলা পশ্চিম মেদিনীপুর ছাড়াও তিনি পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় সভা করবেন। তবে সুকান্ত মজুমদার অথবা শুভেন্দু অধিকারীর তুলনায় দিলীপের ওজন দিল্লির দাঁড়িপাল্লায় অনেকটাই কম বলে মনে করছে রাজনৈতিক মহল।

Mamata Banerjee : কোচবিহার থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করছেন মমতা, মঙ্গলবার ময়দানে অভিষেকও
এর পাশাপাশি পঞ্চায়েত ভোটের প্রচারে বঙ্গ-বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডেকে দিয়েও বেশ কিছু বড় জনসভা করানোর সিদ্ধান্ত নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে তাঁকে শুধু উত্তরবঙ্গের জেলাগুলিতেই পাঠানো হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, মঙ্গলকে দিয়ে জনসভা করানোর সিদ্ধান্তও নজিরবিহীন। কারণ, অতীতে দলের কোনও কেন্দ্রীয় পর্যবেক্ষককে নির্বাচনী জনসভা করতে জেলায় পাঠানো হয়নি।

West Bengal Panchayat Polls : রাজ্যসভার নিশ্চিত আসনে প্রার্থী নিয়ে মতপার্থক্য বঙ্গ বিজেপিতে?
আজ, অর্থাৎ শুক্রবার শুভেন্দু বাঁকুড়ায় জনসভা করবেন। সুকান্তর সভা পুরুলিয়ায়। তাঁর সঙ্গে থাকবেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো। একইদিনে দিলীপ ঘোষ সভা করবেন পূর্ব মেদিনীপুরে। রাজ্য বিজেপির এক পদাধিকারীর কথায়, ‘রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারেরই পঞ্চায়েত ভোটের প্রচারে বেশি জেলায় যাওয়ার কথা। কিন্তু বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর জনপ্রিয়তার কথা মাথায় রেখে হয়তো তাঁকে আরও বেশি জেলায় পাঠানো হচ্ছে। তার মানে এই নয় যে, সুকান্ত অথবা দিলীপের গুরুত্ব কমে গিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *