West Bengal Election 2023 : বাজছে সাইরেন-জ্বলছে লাল বাতি! প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে – minister of state for education satyajit barman was accused of violating the rules by blowing red lights and hooters in his car while campaigning election 23


West Bengal Panchayat Election 2023 : নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ উঠল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের কোড-অফ-কন্ডাক্ট কে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মন গাড়িতে লাল বাতি ও হুটার বাজিয়ে বিভিন্ন জায়গায় ভোট প্রচারে যাচ্ছেন। যা নির্বাচনী বিধিকে ভঙ্গ করে। উল্লেখ্য, দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। গ্রামে গ্রামে বিভিন্ন দলের প্রচার শুরু জোর কদমে। শাসক থেকে বিরোধী কোনও দলই পিছিয়ে নেই।

WB Panchayat Election 23 : ‘ভুল করলে মানুষের পা ধরে ক্ষমা চাইতে হবে…’, TMC কর্মীদের নিদান রাজ্যের মন্ত্রীর
এরই মধ্যে অভিযোগ উঠেছে হেমতাবাদ বিধানসভার বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন লাল বাতি সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছেন। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিরোধী দলে। বেশ কয়েকদিন থেকেই বিভিন্ন এলাকায় প্রচার করছেন তিনি। দিদির উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছেন দলের হয়ে।

Suvendu Adhikari : ভোটের মুখে আদর্শ বিধি ভেঙে সরকারের ভাতা প্রদান? ফেসবুকে বিস্ফোরক শুভেন্দু
কী কী উন্নতি হয়েছে সে কথা মনে করাচ্ছেন সাধারণ মানুষকে। এই লালবাতি নিয়ে ভোট প্রচারকে অনৈতিক বলে দাবি করেছেন BJP-র জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি জানান, ‘রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন নিজের মন্ত্রিত্বের অপব্যবহার করে লালবাতি লাগিয়ে মন্ত্রীত্বের ক্ষমতা দেখিয়ে ভোটারদের কে প্রভাবিত করার চেষ্টা করছেন।

WB Panchayat Election : ‘আমাদের ভুল থাকলে ক্ষমা করে দিন…’, ভাঙড়ে অকপট আরাবুল পুত্র
মডেল কোড অফ কন্ডাক্ট সেটাকে ভায়োলেট করেছেন। উনি এই ধরনের কাজ করবেন সেটা খুব স্বাভাবিক। ওনার এবং ওনার স্ত্রীর ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বিদ্যুৎ চুরি, পুকুর খনন’। তিনি আরও বলেন, ‘মন্ত্রীর বিরুদ্ধে আমরা অবশ্যই নির্বাচন কমিশন এর কাছে অভিযোগ জানাবো’।

Panchayat Election 2023 : তৃণমূলের হয়ে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী! অদ্ভুত দৃশ্য বসিরহাটে
তিনি বলেন, ‘কোনও মন্ত্রী লালবাতি নিয়ে ভোট প্রচার করতে পারেন না’। একই অভিযোগ জেলা বাম নেতৃত্বের। CPIM-এর জেলা সম্পাদকীয় মণ্ডলীর সদস্য উত্তম পাল বলেন, ‘রাজ্য মন্ত্রিসভার শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী ১৫ নং জেলা পরিষদের আসনে তৃণমূল প্রার্থী। সত্যজিৎ বাবু তাঁর স্ত্রীর হয়ে প্রচার করতেই পারেন।

Birbhum Panchayat Election : প্রচারে গিয়েও জনরোষের মুখে শতাব্দী, আবাস-জল নিয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা
তবে লাল বাতি জ্বালিয়ে হুটার বাজিয়ে কোনও মন্ত্রী দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন না। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা নির্বাচন কমিশনে তাঁর নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ জানাবো’। অন্যদিকে সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, ‘বিরোধীদের কোর্টে যেতে বলুন, তারা কথায় কথায় তো কোর্টে যায়।

আমি একজন বিধানসভার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী, আমি যেখানে যাব পাইলট কার চলে আসে’। তিনি বলেন, ‘বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে লালবাতি হয়তো নাও পেতে পারি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আমি প্রচার করছি না জনসভাও করছি না। পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি’।

তিনি এই পঞ্চায়েত নির্বাচনে জয় নিয়েও যথেষ্ট আশাবাদী। অপরদিকে, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, ‘এখনও তেমন কোনও অভিযোগ জমা পড়েনি এটা নিয়ে। অভিযোগ জমা পরলে, তদন্ত করে নির্বাচনের গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *