এই সময়: রাজ্য সরকারি দপ্তরে কর্মীর অভাব। তাই এবার পঞ্চায়েত ভোটের কাজে বাদ পড়ছেন না মহিলা সরকারি কর্মীরাও। ইতিমধ্যেই আট জেলায় ১৫৬৬টি সম্পূর্ণ মহিলা কর্মী পরিচালিত বুথ তৈরি সিদ্ধান্ত নিয়েছে আট জেলা প্রশাসন। এই সব বুথে প্রায় দশ হাজার মহিলা ভোটকর্মী কাজ করবেন। কমিশন এগুলি ‘পিঙ্ক বুথ’ হিসেবে চিহ্নিত করেছে। সবচেয়ে বেশি মহিলা পরিচালিত বুথ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে। ৫৪০টি।
এই জেলাই কমিশনের কাছে প্রথম প্রস্তাব দেয় মহিলা পরিচালিত বুথ তৈরির। পরবর্তীকালে তাদের মডেলকে সামনে রেখে নদিয়া, পূর্ব বর্ধমান, মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, বীরভূম, হুগলি জেলাও এই ধরনের বুথ তৈরির সিদ্ধান্ত নেয়। কমিশন কর্তাদের কথায়, আদালত এবার চুক্তির ভিত্তিতে নিযুক্তি সরকারি কর্মীদের ভোটের কাজে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।
অথচ এবার ভোটে প্রায় চার লক্ষ ভোটকর্মীর প্রয়োজন। শুধু বুথেই লাগবে ৩ লক্ষ ৮ হাজার ১৮০ জন ভোটকর্মী। এর পর গণনাতেও আরও ভোটকর্মীর প্রয়োজন। তাই মহিলা সরকারি কর্মী ও শিক্ষিকাদেরও ভোটের কাজে নেওয়া হচ্ছে। তাঁদের জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় তাঁদের ভোটের কাজের দায়িত্ব না দেওয়ার কথা জেলা প্রশাসনকে বলা হয়েছে।