Doctors’ Day 2023 : স্বাস্থ্যসাথী সহায়, মহিলার পেট থেকে বেরল ১৫ কেজির টিউমার! চিকিৎসকের কৃতিত্বে শোরগোল – tamluk doctor operated and pull out fifteen kg tumour from a woman body


জেলার স্বাস্থ্য পরিকাঠামোর নিয়ে ইতিবাচক দিকের ছবি ধরা পড়ল শনিবার। তমলুকে জটিল অপারেশনের সাফল্য পেলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তবে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নয়, সেখানকার একটি বেসরকারি নার্সিং হোমে এই অস্ত্রোপচার করা হয়। ১ জুলাই ডাক্তার দিবসের দিন ওই হাসপাতালে এই জটিল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর এক মহিলার পেট থেকে ১৫ কেজি ওজনের টিউমার বের করেন চিকিৎসকরা।

চিকিৎসক দিবসের দিন নিঃসন্দেহে এটা চিকিৎসকদের বড় সাফল্য। পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম এত বড় টিউমার অপারেশনের মাধ্যমে বের করলেন চিকিৎসকেরা। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয় বলে জানা গিয়েছে। রোগীর পরিবারকে চিকিৎসার জন্য কোনও টাকা খরচ করতে হয়নি।

Katwa Hospital: যৌনজীবনের সমস্যা মেটাতে মহকুমা হাসপাতালেই কৃত্রিম জননাঙ্গ তৈরির সফল অস্ত্রোপচার, নবজীবন তরুণীর
নার্সিং হোম সূত্রে জানা গিয়েছে রোগীর নাম শম্পা দাস। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত চাইপাট এলাকার বাসিন্দা। বছর চল্লিশেকের শম্পার ডিম্বাশয়ে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। বিগত এক বছর ধরে ওই মহিলাকে নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে কলকাতায় চিকিৎসা করালেও কোনও লাভ হয়নি।

Tamluk Hospital : বন্ধ হচ্ছিল না চোখ-বেঁকে গিয়েছিল মুখ, তমলুকে সরকারি হাসপাতালে বিরল অস্ত্রোপচারে সাফল্য
কলকাতা চিকিৎসা করে সুরাহা না হওয়ায় শম্পার পরিবারের সদস্যরা স্ত্রী ও প্রযুক্তি রোগ বিশেষজ্ঞ অভিষেক দাসের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসক দাসের তত্ত্বাবধানে ৬ মাস ধরে শম্পার চিকিৎসা চলে। অস্ত্রোপচার ছাড়া ওই মহিলার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসক। কিন্তু মহিলার হৃদপিন্ডের সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার সম্ভব ছিল না।

ডিম্বাশয় টিউমারের আকৃতি বৃহৎ আকার ধারণ করায় প্রাণ সংশয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। কলকাতায় চিকিৎসার খরছ ছিল অনেকটা বেশি। পরিবারের পক্ষে সেই খরচ মেটানো সম্ভব ছিল না। শম্পার অপারেশন সফল হওয়ায় খুশি পরিবার ও আত্মীয়-স্বজন।

Viral News: 36 বছর ধরে পুরুষের গর্ভে ভ্রূণ! অস্ত্রোপচারে অন্তঃসত্ত্বা ব্যক্তির পেট থেকে বেরল সন্তান
চিকিৎসক দাস এই অস্ত্রোপচার প্রসঙ্গে বলেন, ‘এই মহিলা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। আগে উনি অনেক চিকিৎসকের কাছে গেলেও কোনও লাভ হয়নি। তমলুকে এত বড় ওজনের ওভারি ম্যালিগন্যান্ট টিউমার অপারেশন হল। আগের তুলনায় জেলার চিকিৎসা পরিকাঠামো অনেকটাই ভালো তাই বড় শহরে না গিয়েও এই রোগী অপারেশন সফলভাবে হয়েছে। সফলভাবে অস্ত্রোপচার হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তাঁর পরিবার ও পরিজনরা খুশি। আমাদেরও সফলভাবে এই অপারেশন করে ভালো লাগছে।’Doctors’ Day 2023 : স্বাস্থ্যসাথী সহায়, মহিলার পেট থেকে বেরল ১৫ কেজির টিউমার! চিকিৎসকের কৃতিত্বে শোরগোল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *