Kolkata Traffic Update : কোথায় মিছিল-মিটিং, কোন পথে কম যানজট? এক নজরে শহরের ট্রাফিক আপডেট – know each and every details about kolkata traffic on saturday


শনিবার, ছুটির আমেজে শহরবাসী। আজকের দিনে অফিস যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এই পরিস্থিতিতে কেমন থাকবে শহরে যান চলাচলের গতি? কোথায় কোথায় রয়েছে বড় কোনও মিছিল-মিটিং বা কর্মসূচি? এক নজরে জেনে নেওয়া যাক শহরের ট্রাফিক আপডেট।

কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, এই মুহূর্তে শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। বড় কোনও দুর্ঘটনা এখনও ঘটেনি। সেই কারণে যান চলাচলে খুব বেশি সমস্যার সম্ভাবনা কম। লালবাজারের ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, শনিবার শহরের বড় কোনও মিছিল হওয়ার সম্ভাবনা নেই। ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, হাজরা মোড় থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে রবীন্দ্র সদনের অ্যাকাডেমি অব ফাইন আর্টস অবধি একটি মিছিল যাবে। এই মিছিলে ৪০০ লোকের জমায়েত হতে পারে। কিন্তু তার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। শহরের বিভিন্ন অংশে রক্তদান শিবির রয়েছে, সেই কারণে কোথাও কোথাও ট্রাফিকের সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Maa Flyover : স্বাস্থ্য পরীক্ষার পর এবার সংস্কার মা উড়ালপুলের, ট্রাফিকে কতটা প্রভাব জানেন?
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, এদিন কলকাতায় সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেন। বৃষ্টি হলে রাস্তাঘাটে জল জমতে পারে। জমা জলের কারণে ট্রাফিকের গতি কমতেও পারবে। সম্প্রতি বৃষ্টিপাতে কারণে কলকাতার বিভিন্ন অংশে জল জমেছিল। জমা জলের কারণে শহরের বিভিন্ন অংশে যান চলাচলে সমস্যা হয় এবং যানজট তৈরি হয়।

Kolkata Traffic Updates Today : শহরে আজ মিটিং-মিছিল! কোন রাস্তা ধরবেন? জানুন ট্রাফিক আপডেট
শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল মা ফ্লাইওভার। প্রতিদিন এই উড়ালপুল ধরে শহরের বিভিন্ন দিকে অসংখ্য যানবাহন চলাচল করে। সম্প্রতি মা ফ্লাইভারের স্বাস্থ্য পরীক্ষা করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। স্বাস্থ্য পরীক্ষার পর জানা গিয়েছে, এই ফ্লাইওভারের বেশ কিছু জায়গায় দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। ইলাস্টোরমেরিক বিয়ারিংগুলি বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থার করতে হবে, নইলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

Kolkata Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে দিনভর বৃষ্টি, বুধবার থেকেই বাংলায় বড় হাওয়া বদল
কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, মা ফ্লাইওভার সংস্কারের কাজ শুরু হলে বাইপাস ও সংলগ্ন রাস্তায় যানযট কমাতে ডাইভারশান-সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্লাইওভারের মুখে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বসানো হবে একটি ডিসপ্লে স্ক্রিন। কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি পৌঁছনো যাবে তা সেখানে লেখা থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, কাজ চলাকালীন পার্ক সার্কাস কানেক্টর ব্যবহারের জন্য মানুষকে উৎসাহিত করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *