Locket Chatterjee : ‘চুরি ডাকাতি করতে শিখিয়েছে তৃণমূল…’, ভোটপ্রচারে বেরিয়ে বিরোধীদের তোপ লকেটের – locket chatterjee attacks trinamool congress while campaigning election 23


West Bengal Election 2023 : ‘চুরি ডাকাতি শিখিয়েছে তৃণমূল। রাজনীতিতে সেবা করতে আসেনি। এরা এসেছে টাকা কামাতে’। পাণ্ডুয়ায় দলীয় কর্মসূচিতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে সিজিও কমপ্লেক্সে তলব করে গতকাল ১১ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন ED আধিকারিকরা। সেই প্রসঙ্গে BJP সাংসদ লকেট বলেন, ‘পুরোটাই তদন্ত সাপেক্ষ। রাজনীতিতে ওরা এসেছে টাকা পয়সা কামানোর জন্য। মানুষের সেবা করতে আসেনি।

Saugata Roy : ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ!’ সায়নীর ED তলবে তোপ তৃণমূল সাংসদের
তৃণমূল এমন একটা দল অল্প দিনের মধ্যেই মানুষের সেবা কিভাবে করতে হয় সেটা না শিখিয়ে কিভাবে চুরি ডাকাতি করা যায় সেটা শিখিয়েছে। এসব দেখে খারাপ লাগে। আসল যে বড় মাথা, তাঁদের যেন তাড়াতাড়ি শাস্তি হয় এটাই চাই’। শুধু তাই নয়, তিনি আরও আক্রমণ করেন তৃণমূলকে।
বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে মরিয়া তৃণমূল। যে কারণে গত কিছুদিন ভাঙড়, কাকদ্বীপ, বজবজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। মানুষ এবার দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়বে ও সমর্থন করবে। যে দল ৩৪ বছরের বামেদের সরিয়ে দিয়েছিল, তারা নিজেদের ভিতর গণ্ডগোল করেই শেষ হবে।

Panchayat Election 2023 : ‘তৃণমূল কর্মীরা মানুষের পাশে… BJP হাইকোর্টে!’ আক্রমণ ইন্দ্রনীলের
২০১৮ সালে বহু জায়গায় মনোনয়ন দাখিল করতে দেয়নি তৃণমূল। এবার প্রচুর বাধা সত্ত্বেও স্বতঃস্ফূর্ত ভাবে বিরোধীরা মনোনয়ন জমা দিয়েছে। যেখানে বাধা দিয়েছে তৃণমূল, সেখানেও লড়াই হয়েছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে উঠতে পারছেন না, এবার কি করবেন। সেই কারণেই এত হিংসা ছড়াতে হচ্ছে’।

Sukanta Majumdar : ‘বেশি ব্যালট ছাপলে BDO-র পিঠে লাঠির ছাপ!’, ফের বিস্ফোরক সুকান্ত
তিনি আরও বলেন, ‘মানুষের প্রাণের আজ দাম নেই। তৃণমূল কর্মীরা বোমা নিয়ে গাড়িতে ঘুরছে। কাকে কাকে মারবে সেটা টার্গেট করে রেখেছে ওরা। জাতীয় মানবাধিকার কমিশনের এক্তিয়ার আছে যদি কেউ বিপদে পড়েন, তাঁরা অভিযোগ জানায় তাহলে মানবাধিকার কমিশন আসতে পারে।

Panchayat Election 2023 : ‘পঞ্চায়েত ভোটে গণ্ডগোল হতেই পারে’, মনোনয়নে হিংসা নিয়ে সাফাই মানস ভূঁইয়ার
কোনও মানুষ যদি আক্রান্ত হন জাতীয় মানবাধিকার কমিশনের দরজা খোলা আছে’। এদিন BJP প্রার্থীদের নিয়ে পাণ্ডুয়ার সরাই তিন্না অঞ্চলে বিভিন্ন গ্রামে গ্রামে পায়ে হেঁটে প্রচার করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অভিনেত্রী তথা সাংসদকে দেখতে গ্রামের বহু মানুষ ভিড় জমান। BJP প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মীরাও প্ৰচারে যোগ দেন। সাংসদ নিজে এসে প্রচার করায় দলীয় কর্মীরা অনেকটাই উৎফুল্ল বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *