Maoist Posters : ‘নেতাদের মাথা চাই’, ভোটের আগে মাও নামাঙ্কিত পোস্টারে ব্যাপক আতঙ্ক বেলপাহাড়িতে – belpahari maoist claimed posters recovered ahead of panchayat election 2023


পঞ্চায়েত নির্বাচনের মুখে আবারও মাও নামাঙ্কিত পোস্টার। এবার মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বেলপাহাড়িতে। পোস্টারে লেখা, ‘নেতাদের মাথা চাই’। কোথাও আবার লেখা ‘লিডারদের মাথা চাই’। পোস্টারগুলির নিচে লেখা ‘মাওবাদী’। যদিও পুলিশের দাবি পোস্টারগুলি ভুয়ো, মাওবাদীদের নয়। তবে ভোটের আগে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে সাধারণ ভোটারদের মনে।

Suvendu Adhikari : শুভেন্দুর সঙ্গে হঠাৎ দেখা ‘মাওবাদী’ শিলাদিত্যর, করলেন হ্যান্ডশেক! এবার কি BJP তে?
জানা গিয়েছে, শনিবার সকালে বেলপাহাড়ি থানার অন্তর্গত শিমুলপাল গ্রাম পঞ্চায়েতের ৩টি জায়গা থেকে একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। ঠাকুরানপাহাড়ি, ওদোলচুয়া এবং ওদোলচুয়া থেকে ঢাঙ্গিকুসুম যাওয়ার কালভার্টের উপর মাও নামাঙ্কিত পোস্টারগুলি চোখে পড়ে। খবর পেয়ে সেগুলি উদ্ধার করে পুলিশ। ঘটনায় বেলপাহাড়ির এসডিপিও উত্তম গড়াই বলেন, ‘দেখে মনে হচ্ছে এই গুলি ভুয়ো মাও নামাঙ্কিত পোস্ট।’

Panchayat Nirbachan : কংগ্রেস-বিজেপি জোট, এক ব্যানারে দুই প্রার্থীর ছবি দিয়ে প্রচার! কটাক্ষ তৃণমূলের
প্রসঙ্গত, গতমাসে জামবনী থানার অন্তর্গত চিল্কিগড় কনকদুর্গা মন্দিরে ঢোকার মুখে যাত্রী প্রতিক্ষালয়ে বেশকিছু মাও নামাঙ্কিত পোস্টার দেখতে পাওয়া যায়। পোস্টারগুলি লালকালিতে লেখা ছিল। তৃণমূল সরকারকে কার্যত বিদায় জানানোর হুঁশিয়ারি দেওয়া হয় ওই পোস্টারগুলিতে। পাশাপাশি সেখানে দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর জবাবও চাওয়া।

Dilip Ghosh : ‘এটা কি রাজনৈতিক চোট?’ সুকান্ত-সেলিমের পর কটাক্ষ দিলীপের
যা লেখা ছিল পোস্টারগুলিতে?
পোস্টারগুলিতে বেশকিছু বিষয় তুলে ধরা হয়। ‘ ১. ইন্দিরা আবাস পাওয়ার যোগ্য জনগণ পাচ্ছে না কেন, মুখ্যমন্ত্রীর জবাব চাই? ২. ভুয়ো এস টি সার্টিফিকেট প্রদান অবিলম্বে সরকারকে বন্ধ করতে হবে। ৩. মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও এখনও ভাতা দেওয়া হয়নি কেন, মুখ্যমন্ত্রীর জবাব চাই। ৪. লক্ষীর ভাণ্ডারে ৫০০ টাকা দিয়ে জনগণকে ভোলাবেন না। দিদিমণি আমরা সন্তানদের চাকরি চাই। ৫. তৃণমূল নেতা বা নেত্রীরা গ্রামে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইবেন না। নবজোয়ার কর্মসূচিকে ২০২৪ সালে বিদায় জানাব। ৬. আসল মাওবাদী তদন্ত করে এখনও নিয়োগ হল না কেন? মুখ্যমন্ত্রীর জবাব চাই। ৭. ভুয়ো এসটি সার্টিফিকেট দুর্নীতি করে যেমন চাকরি করছে, ওইভাবে স্পেশাল হোম গার্ডেও দুর্নীতি করে চাকরি করছে অনেকে। যে কোনও ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে কেন, মুখ্যমন্ত্রীর জবাব চাই।’

Saugata Roy : ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ!’ সায়নীর ED তলবে তোপ তৃণমূল সাংসদের
যদিও সেই পোস্টারের নেপথ্যে মাওবাদীরা রয়েছে বলে মানতে একেবারেই নারাজ তৃণমূল কংগ্রেস। শাসকদল এটাকে বিরোধীরে বড় চক্রান্ত বলেই মনে করে। ঝাড়গ্রামে তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেছিলেন, ‘পরিষ্কার কথা, এটা মাওবাদী নয়, অন্য কেউ নয়। এটা বিরোধীদের একটা বড় চক্রান্ত। ভোট এলে বিভিন্ন সমাজ, মাওবাদী নাম করে পোস্টার দেয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *