North 24 parganas News : সার্ভিস রুল দিয়ে স্ত্রী, শাশুড়িকে বেধড়ক মার! গ্রেফতার কনস্টেবল – one police constable from basirhat minakhan allegedly beaten his wife


স্ত্রী এবং শাশুড়িকে সার্ভিস রুল দিয়ে পেটানোর অভিযোগ উঠল পুলিশ কনেস্টবলের বিরুদ্ধে। এমনকী, পুলিশ জামাই শাশুড়ির হাত ভেঙে দিয়েছে, অভিযোগ উঠেছে ওই কনস্টেবলের বিরুদ্ধে। এই অভিযোগকে সামনে রেখে তাঁরা থানার দ্বারস্থ হয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই পুলিশ কনস্টেবলকে।

বসিরহাটের মিনাখাঁ থানার চৈতল গ্রামের বাসিন্দা শম্পা মণ্ডল। প্রায় ছয় বছর আগে তাঁর বিয়ে হয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চন্ডিপুর অঞ্চলের মৃন্ময় নস্করের সঙ্গে। বিয়ের প্রথম দুই বছর তাঁদের সম্পর্ক ঠিকঠাক চলে।

West Bengal Panchayat Polls : এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ! বসিরহাট থেকে এক নির্দল প্রার্থীসহ গ্রেফতার ৪
কিন্তু, পরবর্তীতে লেগেই থাকত অশান্তি। মৃন্ময় নস্কর রাজ্য পুলিশে কনস্টেবল পদে কর্মরত। বর্তমানে তিনি কাকদ্বীপ থানায় কাজ করেন। শম্পাকে প্রায়ই মারধর করতেন মৃন্ময়, উঠেছে এই অভিযোগও। শুধু তাই নয়, স্ত্রীকে বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকিও দিতেন তিনি, শম্পার দাবি এমনটাই।

শুধু তাই নয়, তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয় বলেও দাবি করেছেন শম্পা। এমনকী, তাঁকে কখনও সখনও বাড়ি থেকে বারও করে দিতেন তাঁর স্বামী।

Viral Video: সম্পত্তি নিয়ে শাশুড়ি-বৌমার চুলোচুলি! বৃদ্ধার গালে কামড় পুত্রবধূর, ভিডিয়ো দেখে থ নেটপাড়া
অভিযোগ, সপ্তাহখানেক আগে শম্পাকে মেরে বাড়ি থেকে বার করে দেন মৃন্ময়। শম্পা বাপের বাড়ি চলে যান। কিন্তু, শনিবার হঠাৎ সেখানে চড়াও হন এই কনস্টেবল!

সূত্রের খবর, শ্বশুরবাড়িতে দুইটি বাইকে করে চারজনকে নিয়ে গিয়েছিলেন মৃন্ময়। সেখানে গিয়েই শম্পাকে মারধর শুরু করেন তিনি। এমনকী, শাশুড়ি আটকাতে এলে তাঁকে সার্ভিস রুল দিয়ে বেধড়ক মারধরও করেন।

Doctors’ Day 2023 : স্বাস্থ্যসাথী সহায়, মহিলার পেট থেকে বেরল ১৫ কেজির টিউমার! চিকিৎসকের কৃতিত্বে শোরগোল
রুলের আঘাতে হাত ভেঙে যায় শাশুড়ির। মাথা ফেটে যায় শম্পার। এরপর তাঁরা বাড়িতে একটি দরজা আঁটকে চিৎকার করতে শুরু করেন। সেই চিৎকার শুনেই ঘটনাস্থলে পৌঁছন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ এবং মৃন্ময়কে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, এদিন ধৃত পুলিশ কনস্টেবলকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Road Accident : বন্ধুর সঙ্গে পাওনা টাকা নিয়ে বিবাদের পরেই দুর্ঘটনা!
এই গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কে শম্পা এবং তাঁর পরিবার। তাঁদের কথায়, বিয়ের দুই বছরের পর থেকেই মৃন্ময় তাঁর আসল রূপ দেখাতে শুরু করে। ছোট ছোট বিষয়ে শম্পার সঙ্গে ঝগড়া করতেন তিনি। তবে এভাবে যে মৃন্ময় শ্বশুরবাড়িতে চড়াও হবে তা কেউ ভাবতেও পারেনি। শম্পার পরিবার জানাচ্ছে, মৃন্ময়ের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমনটাই দাবি করছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *