Panchayat Election : ১০ বছরেও মেলেনি সড়ক, বিধায়ককে কাঁদা রাস্তায় হাঁটালেন গ্রামবাসীরা – purba bardhaman bhatar villager ask tmc mla mangobinda adhikari to walk in a muddy road


নির্বাচনী প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের বেনজির ক্ষোভের মুখে পড়লেন বিধায়ক। এমনকী, নিত্য ভোগান্তি-কষ্ট বোঝাতে বিধায়ককে কাদায় হাঁটালেন গ্রামবাসীরা।

ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কাদায় হাঁটার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। আর সেই জন্যই এলাকায় প্রচারে বেরিয়েছিলেন মানগোবিন্দ। কিন্তু, গ্রামবাসীরা যে ক্ষোভ উগরে তাঁকে কাদা ভর্তি রাস্তায় হাঁটাবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি বিধায়ক স্বয়ং। গ্রামবাসীদের ক্ষোভ, “ভোট আসে, আমরা ভোটও দিই। কিন্তু, রাস্তা কই?”

Panchayat Election 2023 : হয়নি রাস্তা, জমা জলে ধান রোপণ করে অভিনব প্রতিবাদ পূর্ব বর্ধমানে
শনিবার সকালে ভাতারের নিত্যনন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুত্তকে পঞ্চায়েত সমিতির প্রার্থী আব্দুল রউফের সমর্থনে প্রচারে বার হয়েছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। প্রচার শুরু করতেই গ্রামবাসীরা প্রার্থী ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান এবং তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন। সেই সময়ই গ্রামবাসীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় প্রার্থীকে। এরপর নিজেদের ভোগান্তির উপলব্ধি যাতে বিধায়কেরও হয় সেই জন্য তাঁকে কাদা রাস্তায় হাঁটতে বলা হয়।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে গ্রামের রাস্তার হাল খারাপ। বিভিন্ন স্তরে বলেও কোনও সুরাহা হয়নি।

Raju Jha Murder Case : তদন্তভার ফিরে পেয়েই সাফল্য সিটের, রাজু ঝাঁ হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ২
এই ঘটনা প্রসঙ্গে গ্রামের বাসিন্দা মরিয়ন বিবি বলেন, “বিধায়ক এসেছিলেন ভোট চাইতে। কিন্তু, সেই সময় রাস্তার সমস্যা তুলে ধরেছিলাম। বাম জামানায় কিছু কাজ হয়েছিল। কিন্তু, তৃণমূল জামানায় রাস্তা আরও খারাপ হয়েছে। কোনও পদক্ষেপ করা হয়নি।”

গ্রামের অপর বাসিন্দা বলেন, “আমাদের বাড়ির প্রবীণরা বাড়ি থেকে বার হতে পারেন না। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। ২০১১ সালের পর থেকে কোনও কাজ হয়নি। তাই জোর করে বিধায়ককে রাস্তায় হাঁটা করিয়েছি আমরা।”

West Bengal Panchayat Nirbachan: পঞ্চায়েতে নির্বাচনের কাজে গুরুত্ব না পাওয়ার অভিযোগ, ক্ষোভে পার্টি অফিসের জিনিস দান তৃণমূল নেতার
এদিকে এই ঘটনা প্রসঙ্গে সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন, “এটাই স্বাভাবিক। মানুষের ধৈর্য্যের একটা সীমা থাকে। গ্রামের পর গ্রাম বহু রাস্তা খারাপ। রাস্তা তৈরি করলেও দুই তিন দিনের মধ্যেই তা খারাপ হয়ে যাচ্ছে। মানুষ তিতিবিরক্ত। একদিকে মূল্যবৃদ্ধি অন্যদিকে রাস্তাঘাটের বেহাল দশা, সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত। আর তারই প্রতিক্রিয়া দেখিয়েছে মানুষ। পঞ্চায়েত ভোটে মানুষ জবাব দেবে।”

এই ঘটনা প্রসঙ্গে BJP-র যুব মোর্চার নেতা সুধীর রঞ্জন সাউ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উন্নয়ন করার আর জায়গা নেই। কিন্তু, আজ গ্রামবাসীরা কাদা রাস্তায় বিধায়ককে হাঁটালেন। গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। এখানে প্রতিবাদ না করলে অধিকার পাওয়া যায়নি। এই রকম বহু জায়গা রয়েছে যেখানে উন্নয়ন হয়নি।”

Rudranil Ghosh: ‘চোরেদের চুরি করা টাকার ভাগ পায় পুলিশ… তাই রাস্তায় বসে না’, তীব্র আক্রমণ রুদ্রনীলের
যদিও এই আক্রমণকে আমল দেননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “বিধানসভার হাজার হাজার রাস্তা পাকা হয়েছে। ঝাঁ চকচকে রাস্তা হয়েছে। তা নিয়ে বিরোধীরা মুখে কুলুপ এঁটেছে। কিন্তু, কোথায় একটা রাস্তা হয়নি তা নিয়ে ভোটের রাজনীতি করছে। আমাদের কাজ উন্নয়ন করা। পঞ্চায়েত ভোটের পর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিরোধীদের কথার গুরুত্ব দিই না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *