Sayantika Banerjee : ‘লক্ষ্মীর ভাণ্ডারের মুখে ঝাঁটা মারুন’, মন্তব্য BJP বিধায়কের! প্রতিবাদে সায়ন্তিকা – sayantika banerjee protested on bjp mla comment about lakshmir bhandar election 23


West Bengal Election 2023 : রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে উঠে এলেন ওন্দার BJP বিধায়ক অমরনাথ শাখা। এদিন তিনি বলেন,’লক্ষ্মীর ভাণ্ডারের মুখে ঝাঁটা মারুন’। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের নাম করে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন অমরনাথ শাখা। বাঁকুড়ার জগদল্লা গ্রামে দলের এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পাঁচ কোটি মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন’। কিন্তু এখন মাত্র ১ কোটি ২৫ লাখ মানুষ ওই প্রকল্পের সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন তিনি।

West Bengal Election 2023 : ‘ঘরছাড়া করে দেব’, নির্বাচনী সভামঞ্চ থেকে CPIM নেতাকে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির
একই সঙ্গে তিনি বলেন, ‘ওই প্রকল্পে সব থেকে বেশি যদি কেউ সুবিধা ভোগ করছে তা হল ‘তৃণমূলের দুধেল গাইরা’। কারণ এক একটি বাড়িতে মাসে অন্তত ২০ হাজার টাকা ঢুকছে বলে তিনি দাবি করেন। এছাড়াও তিনি আরও বলেন, ‘বেছে বেছে তৃণমূল নেতা কর্মীদের বাড়ির মহিলাদের নাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ঢোকানো হয়।

West Bengal Election 2023 : লক্ষ্মীর ভাণ্ডারে ২৫০০ টাকার প্রতিশ্রুতি কংগ্রেসের, প্রকাশ ইস্তাহার
BJP-র কোনও নেতা কর্মীর বাড়ির মা বোনেরা এই সুবিধে পান না। সে যতই গরিব পরিবার হোক না কেন। তাই লক্ষ্মীর ভাণ্ডারকে বয়কট করুন, মুখে ঝাঁটা মারুন’। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা তথা চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, ‘ওই কথা বলে ওনারা ঘরের মা লক্ষ্মীকেই অপমান করেছেন’। এরপরেই তিনি বলেন, ‘আপনার দলে থাকা দলবদলু নেতারা তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন বলেছেন। সেটা কি নতুন লক্ষ্মীর ভাণ্ডার? যেটাতে ঝাঁটা মারবেন না’!

WB Panchayat Election : উন্নয়ন-ভাতায় মন ভরলেও পেট চালানো নিয়ে আজও দ্বিধা! কী বলছে ভোটমুখী সিঙ্গুর?
অন্যদিকে ওই মঞ্চে দাঁড়িয়ে বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রি শেখর দানা দাবি করে বলেন, ‘জেলার এক একটি থানায় পুলিশ আধিকারিকরা তৃণমূল নেতা হিসেবে বসে আছেন। এবারের ভোটে কোনও BJP কর্মীর নামে মিথ্যা মামলা দিলে সেই থানাকে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে দেব।

Mamata Banerjee : দুষ্টুমি করলে দু’টো চড় মারুন, বার্তা মমতার
আমরা সব লক্ষ্য রাখছি। তাই পুলিশকে বলব, ঠিকঠাকভাবে কাজ করুন’। BJP বিধায়ক নীলাদ্রি শেখর দানার বক্তব্য প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, ‘পুলিশ প্রশাসন নিয়ে কথা বলার ক্ষমতা ওনার নেই। আগে উনি গণধোলাই থেকে বাঁচুন। কোনদিন হয়ত দলের লোকের হাতেই উনি মার খেয়ে যাবেন। আপনি আগে বিজেপিতে সম্মান লাভ করুন, তারপর ওই সব কথা বলবেন’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *