Sukanta Majumdar : ‘বেশি ব্যালট ছাপলে BDO-র পিঠে লাঠির ছাপ!’, ফের বিস্ফোরক সুকান্ত – sukanta majumdar made controversial comment ahead of election23


West Bengal Election 2023 : পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘ভোট না হওয়া পর্যন্ত বুথ ছাড়বেন না। এলাকার থানার OC-দের দিয়ে ভোট করানোর ব্যবস্থা করা হচ্ছে। বেশি বেশি করে ব্যালট ছাপা হচ্ছে। ব্যালট বক্স পাহারা দেবেন। পুলিশ যখন ব্যালট বক্স স্ট্রং রুমে নিয়ে যাবে তখন আপনারাও ঝাণ্ডা এবং ডান্ডা নিয়ে পুলিশের পিছনে পিছনে যাবেন। BDO দের বেশি বেশি করে ব্যালট ছাপাতে বলা হয়েছে। BDO -রা যদি বেশি করে ব্যালট ছাপে, তাহলে BDO-র পিঠে লাঠির ছাপ দিয়ে দেবেন। তারপরে আমি বাঁচাবো আপনাদের’।

Sukanta Majumdar : ‘ব্যালট ছাপানোর টেমপ্লেট থানায় IC-দের কাছে জমা!’ বিস্ফোরক দাবি সুকান্তের
শনিবার শ্যামপুরের দেউলী বাজারে BJP প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দুপুরে শ্যামপুরের হোগলাসি মোড় থেকে একটা র‍্যালিতে অংশ নেন সুকান্ত মজুমদার। পরে দেউলি বাজারে একটি পথসভা করেন BJP-র রাজ্য সভাপতি।

Sukanta Majumdar : ‘পশ্চিমবঙ্গকে এই রাহু থেকে উদ্ধার করুন’, নাম না করে তৃণমূলকে কটাক্ষ সুকান্তর
তিনি বলেন, ‘গত পঞ্চায়েত নির্বাচনে মাত্র ২৩ হাজার বুথে প্রার্থী দিতে পারা গিয়েছিল। যদিও এবার ৫০ হাজার বুথে প্রার্থী আমরা দিয়েছি। পার্থ চট্টোপাধ্যায় জেলে, কেষ্ট মোটা জেলে’। সব চোর নেতাকে তিহাড়ে পাঠানো হবে বলে জানান BJP-র রাজ্য সভাপতি। সায়নী ঘোষকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, ‘সায়নী ঘোষ আমাদের হিন্দু ধর্মের ঈশ্বর নিয়ে খেলা করেছিল।

Panchayat Nirbachan 2023 : অঞ্চল সভাপতির পদের বদলে ১০ লাখ! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল তৃণমূলের অন্দরে
গতকাল ED ১১ ঘণ্টা ধরে ছাল ছাড়িয়েছে। যখন মুখে মেকআপ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ED দফতরে ঢুকছিল তখন বলেছিল সব রকম সহযোগিতা করব। আর ED দফতর থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে দেখা তো করেননি, উলটে বাড়ি ফিরে তৃণমূল কংগ্রেসের সব ঝাণ্ডা খুলে ফেলে দিয়েছেন’।

Sukanta Majumdar : ‘তৃণমূল রক্তের হোলি খেললে BJP-ও খেলবে’, শাসকদলকে হুঁশিয়ারি সুকান্তর
সুকান্ত মজুমদার বলেন, ‘সবে তো শুরু। এটা তো ট্রেলার। পিকচার আভি বাকি হ্যায়। আমরা ওপরতলার চোরেদের শায়েস্তা করব আর নিচুতলার চোরেদের দায়িত্ব আপনাদের নিতে হবে’। তিনি বলেন, ‘৫০০ টাকা আর পোল্ট্রি মুরগির লোভে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আগামী পাঁচ বছর তৃণমূল কংগ্রেস আপনাদের মুরগি বানাবে।

Sukanta Majumdar : ‘যেখানে BJP শক্তিশালী সেখানে আমরাই বাহিনী…’, কমিশনের বিজ্ঞপ্তিতে বললেন সুকান্ত
তবে টাকা নিন, মুরগি খেয়ে নিন আর BJP-কে ভোট দিন’। শ্যামপুরে চাকরি দেওয়ার নাম করে বহু জায়গায় টাকা তোলা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘যারা যারা টাকা তুলেছে সেইসব নেতাদের নামের লিস্ট আমাকে দিন। আজ সন্ধ্যায় ED অফিসে সেই তালিকা আমি পৌঁছে দেব’।

Panchayat Election 2023 : ভোটের আগে ফের ধাক্কা! সুন্দরবনে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর
কোনও চোর বাঁচবে না বলে দাবি করেন BJP-র রাজ্য সভাপতি। এদিন তিনি বলেন, ‘সুকান্ত মজুমদারকে কেনা যায় না। ৪ বছর সাংসদ আছি। তৃণমূল নেতাদের ক্ষমতা নেই আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ তোলার। ওদের দম নেই। বুক ঠুকে বলতে পারি আমার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করে যদি দুর্নীতির প্রমাণ করাতে পারে তাহলে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নেব।

Panchayat Election 2023 : ফের দলবদলের পালা! CPIM-তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান ৫০ পরিবারের
BJP সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা ফু দিলে তৃণমূল উড়ে যাবে। কিন্তু আমরা মারামারিতে বিশ্বাস করি না। যদি সেটা করতাম তাহলে বিভিন্ন রাজ্যে ভোট লুট করে আমরা জিততে পারতাম’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *