West Bengal Panchayat Polls : এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ! বসিরহাট থেকে এক নির্দল প্রার্থীসহ গ্রেফতার ৪ – four arrested along with an independent candidate from basirhat election 23


Panchayat Election 2023 : এবার এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল এক নির্দল প্রার্থীকে। এছাড়াও মারধরের অভিযোগে আরও ৩ জন কে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। গুলি ও বন্দুক সহ গ্রেফতার নির্দল প্রার্থী সহ চারজনের বিরুদ্ধে মারধরের অভিযোগও করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামের ঘটনা এটি।

Panchayat Election Violence : গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! উদ্ধার প্রচুর বোমা-আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৬
এই গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী আব্দুল হামিদ মোল্লা পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য নিজের কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বলে অভিযোগ করা হয়। শুক্রবার রাতের দিকে এই খবর গ্রামবাসীদের কাছে গেলে পুলিশকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মিনাখাঁ থানার পুলিশ আসে। এসে ওই নির্দল প্রার্থীকে গুলি ও বন্ধুক সহ হাতেনাতে পাকড়াও করে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় নির্দল প্রার্থী মুক্তা সীমা বিবি, তাঁর স্বামী নিজামুদ্দিন মোল্লা সহ আরও তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।

WB Panchayat Election : দেওয়াল দখলে এগিয়ে নির্দল! প্রার্থী অপছন্দ হওয়ায় তৃণমূলের একাংশের প্রচ্ছন্ন মদত? গুঞ্জন হুগলিতে
এদের প্রতিবেশী দেবু সর্দার। তাঁকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় গত তিনদিন আগে, অভিযোগ এমনই। এই চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রতিবেশী। তাঁর অভিযোগে ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে জানতে পারে, নির্দল প্রার্থী ও তাঁর অন্যান্য কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে পুলিশের খাতায়।

Trinamool Congress : ৬ দিনের মাথায় খুনের কিনারা, পুরুলিয়ায় TMC নেতা খুনের গ্রেফতার মূল অভিযুক্ত
ধৃত চারজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এই চারজনকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে মিনাখাঁ থানার পুলিশ। এদিকে, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গণ্ডগোল আগ্নেয়াস্ত্র বোমা দেখা যাচ্ছে বলে অভিযোগ নির্দল প্রার্থীদের।

Bengal Panchayat Election : ‘ঘাসফুল’ চিহ্ন না পেয়ে গোঁসা, তৃণমূলের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ নির্দল প্রার্থী
তাঁদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি তাঁদের। এই ঘটনায় কোনও ভাবেই অভিযুক্তরা জড়িত নন বলে জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাপালি অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

এই বিষয়ে নির্দল প্রার্থীর ভাই করিমুল মোল্লা বলেন, ‘তৃণমূলের হয়ে টিকিট পেয়ে এবার পঞ্চায়েতে নমিনেশন দেওয়া হয়েছিল। কিন্তু দাদা প্রতীক পায়নি। তারপরে নির্দল প্রার্থী হয়ে এবার লড়াই করছে। সেই কারণে তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই ঘটনা কারা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে দেখুক’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *