KLO Cheif : তৃণমূল নেতাকে ‘ভয়ঙ্কর পরিণতি’-র হুমকি KLO প্রধানের! কোচবিহারে শোরগোল – klo chief jiban singha gave threat to tmc leader partha pratim roy before panchayat election23


তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়কে হুমকি কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন বা KLO প্রধান জীবন সিংহের। KLO প্রধানের ভিডিয়ো বার্তা ভাইরাল হওয়ার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রবিবার সকালে ফের KLO প্রধান জীবন সিংয়ের একটি ভিডিয়ো বার্তা ভাইরাল হয়। সেই ভিডিয়ো বার্তায় জীবন জানিয়েছেন, গ্রেটার কোচবিহার হোক অথবা কামতাপুর, রাজ্য সরকার এর ঘোর বিরোধী। তিনি আরও জানিয়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে KLO-র সংগ্রাম জারি থাকবে।

KLO Jiban Singha : ‘দিদি আমার জাতি-মাটির শত্রু’, ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীকে তোপ KLO প্রধানের
একই সঙ্গে ভিডিয়ো বার্তায় তৃণমূল নেতা ও উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে আক্রমণ করে ‘কলকাতার দালাল’ বলে কটাক্ষ করেন। আগামী দিনে পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে পার্থকে হুমকি দিয়েছেন কেএলও প্রধান।

KLO চিফ জীবন সিংহের হুমকি বার্তা ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। জীবনের দাবি, রাজবংশী হওয়া সত্ত্বেও তৃণমূল নেতা পার্থপ্রতিম রাজবংশী বিরোধী কাজকর্ম করছে। সে কলকাতার সরকারের দালালি করছে বলেও অভিযোগ করেন কেএলও প্রধান। একই সঙ্গে ভিডিয়ো বার্তা বিজেপি নেতা-মন্ত্রী ও তাঁদের কাজের প্রশংসা করা হয়েছে।

Sitaram Yechury : তৃণমূলের বিরুদ্ধে কড়া ইয়েচুরিও
ভিডিয়ো বার্তায় জীবন বলেন, ‘মমতা দিদি আমার জাতি ও মাটির শত্রু। তিনি চ্যালেঞ্জ করেছেন, রক্ত দেবেন কিন্তু আলাদা রাজ্য দেবেন না। মমতা দিদি ও তৃণমূলের বিরুদ্ধে আমার সংগ্রাম জারি আছে। মমতা দিদির হিম্মত আছে, আমাকে চ্যালেঞ্জ করেছে তাই। কিন্তু পার্থপ্রতিম তুমি কে? কলকাতার দালাল তুমি। মমতা দিদি যা বলে তাই শোনেন এবং সেটাই বলেন। তোমার লজ্জা করে না?’

পার্থকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাজবংশীদের উপর অত্যাচার করা ছাড়া কী কাজ! যদি মায়ের দুধ খেয়ে থাকেন, কোচবিহারে সন্তান হন তাহলে কামতাপুরীর হয়ে সংগ্রাম করুন। তাহলেই জনগণ আপনাকে সাবাশি দেবে। কিন্তু কোচবিহার বা কামতপুরীর বিরোধিতা করবেন না। জাতি বিরোধী কাজ করবেন না। পরিণাম ভয়াবহ হবে। মমতা দিদি আমাদের জাতি মাটির শত্রু।’

Panchayat Election 2023 : দিনভর কোচবিহারে ‘গ্রাউন্ড জিরো রাজ্যপাল’! গেলেন নিহতদের বাড়িতে, কথা বিরোধীদের সঙ্গেও
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে নিয়ে মন্তব্য করেন জীবন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক আমার জাতির গর্ব। আমরা তাঁকে নিয়ে গর্বিত। তাঁকেও গুলি করে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এরপর জন বার্লা, অনন্ত মহারাজকেও হত্যা করার চেষ্টা করা হবে। এরা ভয়ঙ্কর এবং জাতিমাটির শত্রু। দেখছেন তো, দিনহাটায় আমাদের মানুষদের মারধর করা হচ্ছে। এদের ভোট দেওয়া মানে আলাদা রাজ্যের বিরোধিতা করা। আমরা বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের অনুমতি দেওয়া।’

এ প্রসঙ্গে পার্থপ্রতিম বলেন, ‘বিচ্ছিন্নতাবাদীদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলে এই ধরনের হুমকি বার্তা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশীদের উন্নয়নে অনেক কাজ করেছে, তাই এরা ভয় পাচ্ছে। এইসব হুমকিকে আমরা ভয় পাই না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *