kolkata News : এবার পুলিশকর্মীদেরও ডিজিটাল হাজিরা! ২ থানায় চালু রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড – radio frequency id card attendance begins in two police station


কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর নজরদারি বৃদ্ধি করার জন্য এবার অভিনব পদক্ষেপ করেছে লালবাজার। এই জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড ব্যবহার করা হচ্ছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সমস্ত কর্মীকে এই কার্ড বাধ্যতামূলকভাবে পরে থাকতে হবে।

কর্তব্যরত পুলিশ কর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা তার উপর নজরদারি চালানোর জন্য এই গ্যাজেট ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ডের মাধ্য়মে নজরদারির আওতায় আনা হবে আইপিএস, ওসি, ইন্সপেক্টর, কনস্টেবল সকল কর্মীদেরই।

WB Panchayat Poll 2023 : কেন্দ্রীয় বাহিনীর হাতে দেওয়া হবে মমতার উন্নয়নের খতিয়ান! ভোটমুখী রাজ্যে কর্মসূচি তৃণমূলের
জানা গিয়েছে, যদি কোনও নির্দিষ্ট এলাকায় কর্মসূচি থাকে সেখানে সংশ্লিষ্ট থানার অফিসার এই কার্ড রিডার নিয়ে যাবেন ঘটনাস্থলে। সেখানে উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীদের কার্ড পাঞ্চ করতে হবে। কাজ শেষ হয়ে যাওয়ার পরেও একই ভাবে তা জানান দিতে হবে প্রযুক্তির মাধ্যমে। মোটের উপর কাগজ কলমে নয়, ভার্চুয়ালি উপস্থিতির কথা জানাতে পারবেন পুলিশ কর্মীরা।

সূত্রের খবর, প্রাথমিকভাবে শেক্সপিয়র সরণি ও হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার্স ফোর্সের উপর নজরদারির জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই দুই থানা এলাকায় যদি কোথাও পুলিশ কর্মীরা মোতায়েন থাকেন সেক্ষেত্রে তাঁদের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড স্ক্যান করাতে হচ্ছে।

Panchayat Election 2023 : পঞ্চায়েতে প্রস্তুত কলকাতা পুলিশ, ঘোষণা সিপি’র
প্রাথমিকভাবে এই দুটি থানাকেই কার্ড স্ক্যান করার জন্য ট্যাব দেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হলে অন্যান্য থানাকেও তা দেওয়া হবে।

কিন্তু, কেন হঠাৎ এই উদ্যোগ নেওয়া হল?
জানা গিয়েছে, কর্তব্যরত পুলিশ কর্মীরা যাতে কোনওভাবেই ঘটনাস্থলে অনুপস্থিত থাকতে না পারেন, তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এতদিন পর্যন্ত কোনও ডিজিটাল পন্থা ছিল না কর্তব্যরত পুলিশ কর্মীদের হাজিরা দেওয়ার জন্য। খাতায় কলমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থিতি জানান দিতে হত।

North Bengal University : ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের! মুখ খুললেন NBU-র প্রাক্তন উপাচার্য
পুরো বিষয়টির উপর যাতে ডিজিটালি নজরদারি চালানো যায় সেই জন্যই এই উদ্যোগ। উল্লেখযোগ্যভাবে, শেক্সপিয়র সরণি ও হেয়ার স্ট্রিট থানা অধিনে বহু রাজনৈতিক সমাবেশ হয়। হামেশাই সেখানে উপস্থিত থাকতে হয় পুলিশ কর্মীদের। সেই জায়গায় দাঁড়িয়ে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ডের মাধ্যমে উপস্থিতির বিষয়টি চালু করা এবং তা কতটা কার্যকরী হয় তা নজরে আনা অনেক সহজ হবে।

এই দুই পুলিশ স্টেশনের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য পুলিশ স্টেশনেও চালু করার বিষয়ে চলছে ভাবনা চিন্তা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *