Lokkhir Bhandar : ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে…’, তৃণমূল বিধায়কের ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল – lokkhir bhandar scheme will be stopped if congress and cpim won says tmc mla goutam paul


এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রচারের অন্যতম অস্ত্র ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। মমতা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলের মুখে বারবার করে শোনা যাচ্ছে এই প্রকল্পের নাম। কিন্তু এবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল বিধায়কের গলায়। উত্তর দিনাজপুরের করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে বিধায়কের মুখে এই হুঁশিয়ারি শোনার পর তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

Abhishek Banerjee: ‘তিনমাস অন্তর পঞ্চায়েত প্রধানের মূল্যায়ন আমি করব’, মালদায় প্রতিশ্রুতি অভিষেকের
লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার হুঁশিয়ারির পাশাপাশি সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদানের বিষয়টি নিয়ে মন্তব্য করেন গৌতম। ভাইরাল হওয়া ভিডিয়োতে তৃণমূল বিধায়ক বলেন, ‘একটা ভোটও নির্দলকে আর জোটকে দেবেন না। কারণ সিপিএম-কংগ্রেস -কে ভোট দিলে লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। সাগরদিঘিতে বাইরন জিতেছিল। লক্ষীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে ওঁকে তৃণমূলে যোগ দিতে হয়েছে।’ বিধায়কের এই বক্তব্য ঘিরে শোরগোল পরেছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবী তৃণমূল ভয় দেখিয়ে ভোটে জেতার চেষ্টা চালাচ্ছে।

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারির পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীদের হুমকি দিতে শোনা গিয়েছে তৃণমূল বিধায়ককে। নির্দল হিসেবে যারা নির্বাচনে লড়াই করছে, ভোটের পরে তাদের ‘হিসেব’ নেওয়ার কথাও শোনা গিয়েছে তৃণমূল বিধায়কের মুখে।

West Bengal Election 2023 : ‘ঘরছাড়া করে দেব’, নির্বাচনী সভামঞ্চ থেকে CPIM নেতাকে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির
নির্দল নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, ‘নির্দল যারা করে তাদের হিস্ট্রি জানা আছে। আমরা সব হিসেব লিখে রেখে দিয়েছি । ভোটের পর সব কিছু হিসেব হবে।’ এই ভিডিয়ো নিয়ে গোটা জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভিডিয়ো নিয়ে এখনও তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল বিধায়কের এমন হুঁশিয়ারির পর নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে যথেষ্টই চিন্তিত বিরোধী দলগুলি। যদিও এই ব্যাপারে কোন প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বের।

WB Panchayet Election : ‘সাইজ ছোটো কিন্তু…’, তৃণমূল বিধায়ককে পেট খারাপের ওষুধের সঙ্গে তুলনা মন্ত্রী ইন্দ্রনীলের
পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে গোটা রাজ্য জুড়ে একের পর এক জেলায় হিংসা ও গোলমালের ছবি সামনে এসেছে। কোথাও বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হয়েছে, কোথাও আবার জোর করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ উঠেছে। সবক্ষেত্রে কাঠগড়ায় উঠেছে শাসকদল তৃণমূল। ভোট ঘোষণা হওয়ার পর থেকে ইতিমধ্যেই হিংসা ১৩ জনের মৃত্যু হয়েছে। সন্ত্রাসের পরিবেশের মধ্যে ফের একবার বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। আগামী দিনে ভোট শান্তিপূর্ণ হয় কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *