Panchayat Election 2023 : ভোটে যুযুধান মামা-ভাগ্নে, রাতে প্রচার শেষে চায়ের দোকানে আড্ডা দু’জনের – uncle tmc and nephew bjp panchayat election candidate in birbhum mayureswar


হেমাভ সেনগুপ্ত, ময়ূরেশ্বর: সম্পর্কে তাঁরা মামা-ভাগ্নে। ভাব গলায় গলায় হলে কী হবে, একই সংসদে একে অপরের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন তাঁরা। মামা গৌতম মণ্ডল তৃণমূল প্রার্থী। ভাগ্নে স্বপন দত্ত বিজেপি প্রার্থী। সকাল থেকে সন্ধে, ভোট প্রচার শেষে রাতে দু’জনেই একসঙ্গে পাড়ার দোকানে আড্ডা মারেন। চা খান। গল্প করেন। রাজ্যে যুযুধান এই দুই রাজনৈতিক দলের মধ্যে ‘শত্রুতা’ থাকলেও মামা-ভাগ্নে ওপথে হাঁটেননি। তাঁদের বন্ধুত্বপূর্ণ লড়াই উপভোগ করছেন সকলে।

বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকে ঝিকড্ডা পঞ্চায়েতের রাউতাড়া সংসদে দাঁড়িয়েছেন দু’জনে। গৌতম গোপরাউতাড়া গ্রামের বাসিন্দা। তাঁর আলুর ব্যবসা। কোটাসুর উচ্চ বিদ‍্যালয়ে স্কুল পরিচালন সমিতির সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

Panchayat Election 2023 : ঘরে সম্পর্ক অটুট, ভোটযুদ্ধে মামা-ভাগ্নের লড়াই দেখতে মুখিয়ে নন্দীগ্রামবাসী
পাশের গ্রাম মীরপুরের বাসিন্দা ভাগ্নে স্বপন দত্ত। পেশায় লেদ মিস্ত্রি। বাবা দীর্ঘদিনের বিজেপি কর্মী। সেই সূত্রেই দল তাকে প্রার্থী করেছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে মামা ও ভাগ্নের প্রচার। মামা গৌতম মণ্ডল যখন গ্রামের এক প্রান্ত থেকে প্রচার শুরু করেন, ভাগ্নে স্বপন তখন একই গ্রামের অন্যপ্রান্ত থেকে।

দুপুরের পরে গ্রামের কোনও না কোনও বাড়িতে দু’জনের দেখা হয়ে যায়। প্রায় প্রতিদিনই। ব্যাস, দু’জনকে একসঙ্গে দেখে রসিকতায় মেতে ওঠেন ভোটাররা। দু’জনেরই বক্তব্য, আত্মীয়তা আগে। দল পরে। কে হারল, কে জিতল, তাতে কিছু আসে যায় না।

WB Panchayat Election 2023 : BJP প্রার্থী থাকা সত্ত্বেও নির্দলের পোস্টারে শুভেন্দুর ছবি! কোলাঘাটে চাঞ্চল্য
গৌতম বলেন, ‘আমার সঙ্গে তৃণমূল দলের তেমন যোগাযোগ ছিল না। গ্রামের লোক পার্টিকে বলে আমাকে প্রার্থী করেছে। সেটাই ভরসা। আমাদের দু’জনের সরাসরি লড়াই হলেও সম্পর্কে এতটুকু চিড় ধরবে না।’

ঝিকড্ডা পঞ্চায়েতের রাউতাড়া সংসদে প্রার্থী বলতে দু’জনই। অন্য কোনও প্রার্থী নেই। মামা বনাম ভাগ্নের মুখোমুখি লড়াই। স্বপন বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী। গোটা এলাকা হাতের তালুর মতো চেনেন। বাবার ইচ্ছাতেই দলের হয়ে দাঁড়ানো। এই লড়াইয়ে পরিবারিক সম্পর্ক নষ্ট হবে না।’

WB Panchayat Vote 2023: পেট চালাতে হয় তাই, তৃণমূল প্রার্থী বিক্রি করছেন সিপিএম-বিজেপির পতাকা
বিজেপির ময়ূরেশ্বর মণ্ডল সভাপতি সম্পদ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘একই পরিবার থেকে দুই ভিন্ন আদর্শের দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামা ও ভাগ্নে। কোনও অশান্তি হবে না।’ ঝিকড্ডা পঞ্চায়েতের তৃণমূল প্রধান রথীন সরকার বলেন, ‘দুই দলের হয়ে একই পরিবারের দু’জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। আমরা এই বন্ধুত্বপূর্ণ লড়াই উপভোগ করছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *